ক্রিকেট বিশ্বকাপ সামনে রেখে ‘স্পেন্ড অ্যান্ড উইন’ ক্যাম্পেইন চালু মাস্টারকার্ডের

‘ফ্রি হিট টু ক্রিকেট ওয়ার্ল্ড কাপ’ শিরোনামের এই ক্যাম্পেইন আজ মঙ্গলবার শুরু হয়েছে, যা চলবে আগামী ৩১ জুলাই পর্যন্ত

আগামী অক্টোবর মাসে শুরু হতে যাওয়া ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ উপলক্ষে গ্রাহকদের জন্য ‘স্পেন্ড অ্যান্ড উইন’ প্রচারণা বা ক্যাম্পেইন শুরু করেছে মাস্টারকার্ড। ‘ফ্রি হিট টু ক্রিকেট ওয়ার্ল্ড কাপ’ শিরোনামের এই ক্যাম্পেইন আজ মঙ্গলবার শুরু হয়েছে, যা চলবে আগামী ৩১ জুলাই পর্যন্ত।

এক বিজ্ঞপ্তিতে মাস্টারকার্ড জানিয়েছে, ক্যাম্পেইনের বিজয়ী শীর্ষ দুই গ্রাহক ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল ম্যাচ সরাসরি ভারতে গিয়ে মাঠে বসে দেখার সুযোগ পাবেন। পরবর্তী ১০ জন বিজয়ী বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দলের ম্যাচগুলোও সরাসরি উপভোগ করতে পারবেন। এ ছাড়া অন্য বিজয়ীদের বিশেষ গ্যাজেট, লাইফস্টাইল ভাউচারসহ আরও কিছু পুরস্কার দেওয়া হবে।

দেশে ১৮টি ব্যাংক অংশীদারের ইস্যু করা সব মাস্টারকার্ড ব্যবহারকারী এই ক্যাম্পেইনে অংশ নিতে পারবেন। মাস্টারকার্ড জানিয়েছে, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ক্রেতারা এখন কেনাকাটার প্রস্তুতি নিচ্ছেন। তবে গ্রাহকেরা তাঁদের ডিজিটাল পেমেন্ট পদ্ধতি ব্যবহার করে কেনাকাটা করলে নানা পুরস্কার জিতে নিতে পারবেন।

মাস্টারকার্ড ব্র্যান্ডের ক্রেডিট, ডেবিট ও প্রিপেইড কার্ডধারীরা দেশের অভ্যন্তরে ও বিদেশে খুচরা কেনাকাটা বা লেনদেন করে এই ক্যাম্পেইনে অংশ নিতে পারবেন। মাস্টারকার্ড জানিয়েছে, ক্যাম্পেইন চলাকালে যেসব মাস্টারকার্ডধারী গ্রাহক ১ হাজার টাকা বা ২৫ মার্কিন ডলার কিংবা তার চেয়ে বেশি মূল্যের চারটি লেনদেন করবেন, তাঁরা পুরস্কার জেতার যোগ্য হবেন।

কার্ডধারীরা দেশের অভ্যন্তরে প্রতিটি পিওএস (পয়েন্ট অব সেলস) এবং ই-কমার্সের মাধ্যমে খুচরা লেনদেন করলে তিন পয়েন্ট পাবেন। অন্যদিকে মাস্টারকার্ডের গ্রাহকেরা যেকোনো ডেবিট, ক্রেডিট বা প্রিপেইড কার্ড ব্যবহার করে বিদেশে ই-কমার্সে লেনদেন করলে দুই পয়েন্ট পাবেন। যে কোনো ডেবিট, ক্রেডিট বা প্রিপেইড কার্ড ব্যবহার করে বিদেশে পিওএসের মাধ্যমে খুচরা লেনদেনের জন্য পাবেন তিন পয়েন্ট করে। এ ছাড়া কোরবানির সময় স্মার্ট হাট থেকে মাস্টারকার্ডের ডেবিট, ক্রেডিট অথবা প্রিপেইড কার্ড ব্যবহারের মাধ্যমে পশু কিনলে ৪ পয়েন্ট পাবেন গ্রাহকেরা।

ক্যাম্পেইন শেষ হলে অংশগ্রহণকারীদের অর্জিত পয়েন্টের ভিত্তিতে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। এর মধ্যে সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দুজন ভারতে অনুষ্ঠিত ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল ম্যাচ সরাসরি মাঠে বসে দেখার সুযোগ পাবেন। এ ক্ষেত্রে তাঁদের থাকা–খাওয়া ও বিমানের টিকিটের ব্যবস্থা করবে মাস্টারকার্ড।

পরবর্তী ১০ জন বিজয়ী বিশ্বকাপে বাংলাদেশ দলের ম্যাচগুলো সরাসরি মাঠে গিয়ে দেখতে পারবেন। আর অন্য বিজয়ীদের দেওয়া হবে ইলেকট্রনিক উপকরণ বা গ্যাজেট, লাইফস্টাইল পণ্যসহ বিভিন্ন পুরস্কার।

এ বিষয়ে মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল বলেন, মাস্টারকার্ড গ্রাহকেরা ঈদের সময় নিরাপদ ও নির্বিঘ্ন কেনাকাটার অভিজ্ঞতা পাবেন। পাশাপাশি বিশ্বকাপ উপলক্ষে আয়োজিত এই ক্যাম্পেইনের মাধ্যমে প্রতিটি লেনদেনে পাবেন আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ।