সিটি ব্যাংক ও বিকাশ আনল এবার ইসলামিক সঞ্চয় পণ্য

ন্যানো বা অতি ক্ষুদ্রঋণের পর এবার ইসলামিক সঞ্চয় স্কিম বা কর্মসূচি চালু করেছে সিটি ব্যাংক ও বিকাশ। এর আগে এ দুই প্রতিষ্ঠান যৌথভাবে দেশে প্রথমবারের মতো মোবাইলে আর্থিক সেবার (এমএফএস) আওতায় অতি ক্ষুদ্রঋণ চালু করেছিল। নতুন করে এখন শরিয়াভিত্তিক মাসিক সঞ্চয় সেবা চালু করা হয়েছে। এ সেবার আওতায় বিকাশের গ্রাহকেরা এখন সিটি ব্যাংকে শরিয়াভিত্তিক পদ্ধতিতে সঞ্চয় করতে পারবেন। ঘরে বসে কাগজপত্র বা ফরম পূরণের ঝামেলা ছাড়া এ সেবা নিতে পারবেন বিকাশের গ্রাহকেরা।

নতুন এই সেবা মূলত সিটি ব্যাংকের আমানত সংগ্রহের একটি উদ্যোগ। বিকাশের মাধ্যমে সিটি ব্যাংকে টাকা জমিয়ে তার বিপরীতে গ্রাহকেরা পাবেন মুনাফা। নতুন এ সেবার আওতায় দেশের প্রান্তিক জনগোষ্ঠীও সহজে ইসলামিক ব্যাংকিং সেবা পাবেন বলে জানান দুই প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

রাজধানীর হোটেল ওয়েস্টিনে আজ সোমবার যৌথভাবে নতুন এ সেবা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছে সিটি ব্যাংক ও বিকাশ। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জানানো হয়, বিকাশ অ্যাপ থেকে মাত্র কয়েক মিনিটে সহজ কয়েকটি ধাপে বিভিন্ন মেয়াদ ও অঙ্কের ইসলামিক সঞ্চয় স্কিম চালু করা যাবে।

অনুষ্ঠানে সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন বলেন, ‘আমি সব সময় বিকাশের সঙ্গে কাজ করার চেষ্টা করি। কারণ, এখন শুধু ব্যাংকের মাধ্যমে সব ধরনের আর্থিক সেবা গ্রামগঞ্জের মানুষের কাছে নিয়ে যাওয়া সম্ভব নয়। এর আগে আমরা বিকাশের সঙ্গে মিলে ন্যানো বা অতি ক্ষুদ্রঋণ চালু করেছিলাম। এখন নতুন এ সেবা চালু করা হলো। ভবিষ্যতে আরও অনেক কিছু অপেক্ষা করছে।’

উদ্বোধনী অনুষ্ঠানে বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা বা সিইও কামাল কাদীর বলেন, ‘মানুষ তখনই দারিদ্র্য থেকে বেরিয়ে আসে, যখন সঞ্চয়ের সুযোগ তৈরি হয়। দেশের প্রান্তিক মানুষের জন্য সঞ্চয়ের সুযোগ তৈরি করতে আমরা সিটি ব্যাংকের সঙ্গে কাজ শুরু করেছি। বিকাশে আগে সঞ্চয়ের পণ্য থাকলেও ইসলামিক সেবা ছিল না। এখন সেটা যোগ হলো।’

অনুষ্ঠানে জানানো হয়, নতুন সেবা গ্রহণের জন্য প্রথমে বিকাশ অ্যাপে ‘ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে সঞ্চয়’ বা ‘সেভিংস অপশনে’ যেতে হবে। এরপর ইসলামিক সেভিংসে ক্লিক করে মেয়াদ ও জমার ধরন নির্বাচন করতে হবে। বর্তমানে মাসিক ৫০০, ১ হাজার, ২ হাজার ও ৩ হাজার টাকার কিস্তিতে সর্বনিম্ন ২ বছর থেকে সর্বোচ্চ ৪ বছর মেয়াদে সঞ্চয় স্কিম চালু করা যাবে। সঞ্চয়ের মেয়াদ পূরণের পর গ্রাহকেরা মুনাফাসহ পুরো টাকা বিকাশ হিসাব থেকে তুলে নিতে পারবেন। এ জন্য বাড়তি কোনো খরচ লাগবে না।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিটি ব্যাংকের চেয়ারম্যান আজিজ আল কায়সার, সিটি ব্যাংকের শরিয়া সুপারভাইজারি কমিটির চেয়ারম্যান মো. আনোয়ার হোসাইন মোল্লাসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।