ব্যাংকের পর মানি চেঞ্জারে ডলারের মুনাফায় লাগাম

ডলার
ছবি: সংগৃহীত

ব্যাংকের পর এবার খোলাবাজারে ডলারের দাম নিয়ন্ত্রণে নজর দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। খোলাবাজারে ডলারের দাম ব্যাংকের চেয়ে আড়াই টাকার বেশি হতে পারবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে। গতকাল বুধবার মানি চেঞ্জারের মালিকদের সঙ্গে এক বৈঠকে এই সিদ্ধান্ত জানায় বাংলাদেশ ব্যাংক, যা আগামী সপ্তাহ থেকে কার্যকর করতে বলা হয়েছে।

গতকাল মানি চেঞ্জার ও খোলাবাজারে ডলারের দাম ছিল ১১১-১১২ টাকা। আর অগ্রণী ব্যাংকে নগদ ডলারের ক্রয়মূল্য ছিল ১০৩ টাকা। যদি ব্যাংকে ডলারের এ দাম থাকে, তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মানি চেঞ্জারগুলো ডলার কিনতে পারবে ১০৪ টাকা দরে। আর বিক্রি করতে হবে ১০৫ টাকা ৫০ পয়সা।

বৈঠকের সিদ্ধান্তের বিষয়ে জানতে চাইলে মানি চেঞ্জার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের ভাইস চেয়ারম্যান এম এস জামান প্রথম আলোকে বলেন, ‘আমরা ব্যাংক থেকে যে দামে কিনব, তার চেয়ে সর্বোচ্চ আড়াই টাকা বেশি দামে ডলার বিক্রি করতে পারব। এই সিদ্ধান্ত সব সদস্যকে জানানো হয়েছে।’

জানা যায়, বর্তমানে দেশে বৈধ মানি চেঞ্জার রয়েছে ১৩৫টি। তবে অ্যাসোসিয়েশনের সদস্য ১০২টি। এ জন্য বাকি মানি চেঞ্জারগুলোকে দ্রুত অ্যাসোসিয়েশনের সদস্যভুক্ত করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

এদিকে ব্যাংকে ডলার কেনাবেচায় সর্বোচ্চ ১ টাকা পার্থক্য বেঁধে দেওয়ার পর দাম কিছুটা কমে আসছে। কারণ, ব্যাংকগুলো প্রবাসী আয়ে এখন বেশি দাম দিতে চাইছে না। এর ফলে আমদানিতেও খরচ কমে আসছে।

গতকাল ব্যাংকগুলো বিদেশ থেকে প্রবাসী আয় আনতে প্রতি ডলারের জন্য ১০৫-১০৬ টাকা দাম দেয়। আর রপ্তানি আয় নগদায়ন করে ১০১-১০২ টাকায়। ফলে ডলারের গড় ক্রয়মূল্য দাঁড়ায় ১০৪ টাকা। এ জন্য আমদানিতে সর্বোচ্চ ১০৫ টাকা দাম নেয় বাণিজ্যিক ব্যাংকগুলো। তবে কেন্দ্রীয় ব্যাংকের হিসাবে গতকাল আন্তব্যাংক লেনদেনের ক্ষেত্রে ডলারের বেঁধে দেওয়া দাম ছিল ৯৫ টাকা। এই দামে ৪ কোটি ডলার বিক্রিও করেছে বাংলাদেশ ব্যাংক।

ডলারের দামে অস্বাভাবিক মুনাফা করে বাজার অস্থিতিশীল করায় দেশি-বিদেশি ছয় ব্যাংকের ট্রেজারি প্রধানদের দায়িত্ব থেকে সরিয়ে দেয় কেন্দ্রীয় ব্যাংক।এর পর থেকে ব্যাংকগুলো নমনীয় আচরণ করছে।কেন্দ্রীয় ব্যাংকও তদারকি বাড়িয়েছে।

এর আগে খোলাবাজারে তথা মানি চেঞ্জারগুলোতে ডলারের দাম নিয়ন্ত্রণে জাতীয় গোয়েন্দা সংস্থার সদস্যদের নিয়ে রাজধানীতে পরিদর্শন কার্যক্রম পরিচালনা করে বাংলাদেশ ব্যাংক।তারপরও খোলাবাজারে ডলারের দাম ১২০ টাকা ছাড়িয়ে যায়।

এ অবস্থায় খোলাবাজারে দাম নিয়ন্ত্রণে মানি চেঞ্জারের মালিকদের সঙ্গে বৈঠক করে মুনাফার হার বেঁধে দিয়েছে বাংলাদেশ ব্যাংক।