শাহ্জালাল ব্যাংকের এজিএমে লভ্যাংশ অনুমোদন
শাহ্জালাল ইসলামী ব্যাংকের ২৪তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ব্যাংকটির চেয়ারম্যান এ কে আজাদের সভাপতিত্বে সম্প্রতি অনলাইনে অনুষ্ঠিত হয়েছে। সভায় গত বছরের নিরীক্ষিত হিসাব বিবরণী এবং নিরীক্ষা প্রতিবেদন ও ঘোষিত ১০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়। সভায় সভাপতির বক্তব্য দেন ব্যাংকের চেয়ারম্যান ও এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এ কে আজাদ। এ ছাড়া বক্তব্য দেন ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ। সভা সঞ্চালনা করেন কোম্পানির সচিব মো. আবুল বাশার।
অনলাইনে অনুষ্ঠিত এজিএমে ব্যাংকের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ ও মহিউদ্দিন আহমেদ, পরিচালক আনোয়ার হোসেন খান, মো. সানাউল্লাহ সাহিদ, হারুন মিয়া, আক্কাচ উদ্দিন মোল্লা, খন্দকার শাকিব আহমেদ, মো. তৌহীদুর রহমান, ফকির আখতারুজ্জামান, মো. মশিউর রহমান, তাহেরা ফারুক, ফকির মাসরিকুজ্জামান, স্বতন্ত্র পরিচালক নাসির উদ্দিন আহমেদ ও মো. রিয়াজুল করিম উপস্থিত ছিলেন।