ঈদের আগে ব্যাংকগুলোতে ভিড়, নগদ উত্তোলনের চাপ বেশি

গুলশানে আইএফআইসি ব্যাংকের সামনে।
ছবি: প্রথম আলো

ঈদকে সামনে রেখে রাজধানীর ব্যাংকগুলোতে আজ রোববার গ্রাহকের বেশ ভিড় দেখা গেছে। আজ সকালে গুলশান, মতিঝিল, মোহাম্মদপুরের বিভিন্ন ব্যাংক ঘুরে দেখা গেছে, দরজার বাইরে গ্রাহকদের লম্বা লাইন। ভেতরে গ্রাহকদের উপস্থিতি বেশ।

ঈদের আগে আর মাত্র দুদিন ব্যাংক খোলা (মঙ্গলবার ও বুধবার) থাকবে। তাই ঈদের খরচের জন্য নগদ টাকা উত্তোলন করতেই দেখা গেছে বেশির ভাগ মানুষকে। বেশির ভাগ শাখায় বাইরেও গ্রাহকের দীর্ঘ সারি দেখা গেছে।

গুলশানে প্রাইম ব্যাংকের সামনে লাইনে দাঁড়িয়ে থাকা এক গ্রাহক জানান, ঈদের আর অল্প কদিন বাকি, নগদ টাকার প্রয়োজন পড়বে। কাল আবার শবে কদরের ছুটি। তাই আজ টাকা তুলতে এসেছেন।

ব্যাংক এশিয়ার সামনে দেখা যায় গ্রাহকের লম্বা লাইন।
ছবি: প্রথম আলো

বিভিন্ন ব্যাংকের কর্মকর্তারাও বলছেন, আজ নগদ উত্তোলনের চাপ বেশি। বেশির ভাগ গ্রাহক আজ টাকা তুলতে এসেছেন। তবে স্বাস্থ্যবিধি মেনেই গ্রাহকদের ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে।

ঘুরে দেখা যায়, ভিড় থাকলেও ব্যাংকে স্বাস্থ্য সুরক্ষায় হ্যান্ড স্যানিটাইজার ও তাপমাত্রা মাপতে থার্মাল ব্যবহার করা হচ্ছে। মাস্ক ছাড়া ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার না করিয়ে কাউকেই ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি।

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সামনে দেখা যায় দূরত্ব বজায় রেখে গ্রাহকের লাইন।
ছবি: প্রথম আলো

করোনার সংক্রমণ প্রতিরোধে গত ৫ এপ্রিল থেকেই ব্যাংকের সময়সীমা নির্ধারণ করা হচ্ছে। বর্তমানে সকাল ১০টা থেকে দুপুর ২ পর্যন্ত ব্যাংক খোলা থাকছে।