উদ্যমী নারীদের নতুন প্ল্যাটফর্ম

গুলশানের সিটি আলো ফ্ল্যাগশিপ শাখা দেশের প্রথম কফিশপ শাখা। যেখানে শাখার ভেতরেই রয়েছে গ্লোরিয়া জিনসের একটি আউটলেট। সুপরিসর এই শাখায় কফি পান করতে করতে নারীরা ব্যাংকিং সেবা নিতে পারছেন। আবার চাইলে নিজেদের কোনো সভাও করতে পারছেন এই শাখায়। দেশজুড়ে সিটি ব্যাংকের ৩৩টি শাখায় সিটি আলোর এমন সেবা ডেস্ক চালু হয়েছে, যা দেশের উদ্যমী নারীদের দিয়েছে নতুন এক প্ল্যাটফর্ম।

সিটি আলোর আলাদা সেবা ডেস্কের কারণে নারী গ্রাহকেরা নির্বিঘ্নে তাঁদের ব্যাংকিং সেবা নিতে পারছেন। গ্রাহকদের পছন্দের কারণে চলতি বছরে আমরা আরও ২৫টি শাখায় সিটি আলো সেবা ডেস্ক স্থাপন করতে যাচ্ছি। এ ছাড়া নারী গ্রাহকেরাও সব শাখা ও এজেন্ট আউটলেট থেকে সিটি আলো সেবা পাচ্ছেন।

২০১৯ সালের মার্চ থেকে সিটি আলোর পথচলা শুরু হয়েছে। সিটি আলোতে রয়েছে প্রতি মাসে সুদ পাওয়ার সুবিধা, বিমার সুবিধা, লকারের মাশুলে ছাড়সহ এমন অনেক আকর্ষণীয় সুবিধা। এ ছাড়া তিন ধরনের সঞ্চয়ী হিসাব। বিজনেস হিসাবে আমরা দিচ্ছি সুদসহ চলতি হিসাব সুবিধা। এ ছাড়া ৬ মাস থেকে ১২০ মাসের সুবিধাজনক মেয়াদের নির্দিষ্ট লক্ষ্যভিত্তিক আমানত হিসাব। যা আপনার ছোট–বড় লক্ষ্য পূরণে সহায়ক। এ ছাড়া এমন আমানত পণ্যও রয়েছে, যেখানে প্রতি মাসে সুদ দেওয়া হচ্ছে। আর সিটি আলো ইসলামিক ব্যাংকিং হিসাবধারীদের জন্য নিয়ে এসেছে শরিয়াহভিত্তিক ব্যাংকিং সেবা।

‘এখনি হিসাব’-অ্যাপসের মাধ্যমে গ্রাহকেরা মাত্র পাঁচ মিনিটে ব্যাংক হিসাব খুলছেন।

ঘরে বসে হিসাব করার এক অনন্য সুবিধা নিয়ে এসেছি আমরা। ‘এখনি হিসাব’-অ্যাপসের মাধ্যমে গ্রাহকেরা মাত্র পাঁচ মিনিটে ব্যাংক হিসাব খুলছেন। সিটি আলো হিসাবে সিটিটাচ অ্যাপস ব্যবহার সুবিধা, যার মাধ্যমে যেকোনো সময়ে ব্যাংক হিসাব বা বিকাশে টাকা ট্রান্সফার, এটিএম বুথ থেকে কার্ডবিহীন টাকা উত্তোলন, বিল পরিশোধ, মোবাইলে টাকা রিচার্জ করা যায়।

সিটি আলো ভিসা ডেবিট কার্ডে রয়েছে আকর্ষণীয় ক্যাশব্যাক এবং বছরজুড়ে ডিসকাউন্টও বিশেষ অফার। এর পাশাপাশি নারীদের জন্য রয়েছে সিটি আলো আমেরিকান এক্সপ্রেস ক্রেডিট কার্ড। যা মাত্র ২০ হাজার টাকা আয়ের বিপরীতে নেওয়া যায়।

সিটি আলোতে রয়েছে ব্যক্তিগত ঋণ, হোম লোন, অটো লোন ও বাইক লোন। বাইক লোনে রয়েছে হ্রাসকৃত ইন্টারেস্ট ও জিরো প্রসেসিং ফি। এসএমই লোনের ক্ষেত্রে ২ বছরের ট্রেড লাইসেন্স ও ব্যবসায় লেনদেনের ওপর ভিত্তি করে ৩৬ মাসমেয়াদি সর্বোচ্চ ২৫ লাখ টাকা পর্যন্ত জামানতবিহীন লোন এবং ৬০ মাস মেয়াদি ২ কোটি টাকা পর্যন্ত জামানতসহ লোন দেওয়া হয়।

সিটি আলো ডেস্ক
ছবি। সাবিনা ইয়াসমিন

নারী উদ্যোক্তাদের জন্য নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে সাশ্রয়ী বিজনেস সার্টিফিকেশন কোর্স সিটি আলোর একটি অভিনব সংযোজন। নারীদের জন্য সিটি আলো সেন্টারে কমিউনিটি হলে ২০+ নারীকেন্দ্রিক সেমিনার, ওয়ার্কশপ, সেশন আয়োজিত হয়েছে। উদ্যোক্তাদের নিয়ে গুলশানে সিটি আলো সেন্টারে দুটি মেলা আয়োজন করা হয়েছে, যা থেকে উদ্যোক্তারা আর্থিকভাবে লাভবান হয়েছেন।

এ ছাড়া সিটি আলোর নিজস্ব ওয়েবসাইটে নারীদের জন্য উপকারী বিভিন্ন বিষয়ে ব্লগ প্রকাশিত হচ্ছে, যা নারী উদ্যোক্তাদের উপকারে লাগছে। সিটি আলোর লক্ষ্য, নারীদের পছন্দসই ব্যাংক হিসাবে প্রথম স্থান অধিকার করা। এভাবেই আমরা নারী উদ্যোক্তাদের আরও এগিয়ে নিতে চাই। এ জন্য নিরন্তর কাজ করে যাচ্ছি।