ঋণখেলাপিদের মাফ করা হয়েছে

বিআইডিএসের বার্ষিক উন্নয়ন সম্মেলনের দ্বিতীয় দিনে গতকাল একটি অধিবেশনে বক্তব্য দেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক এ কে এনামুল হক (বাঁ থেকে তৃতীয়)। অধিবেশনে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিন (সর্ব ডানে)ছবি: প্রথম আলো

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিন বলেছেন, নব্বইয়ের দশকের শেষের দিকে ঋণখেলাপি প্রথাকে সোশ্যাল টেররিজম বা সামাজিক সন্ত্রাস হিসেবে চিহ্নিত করা হয়েছিল। ওই সব ঋণখেলাপির বিরুদ্ধে মামলা করা হয়েছিল। কিন্তু ২০০৯, ২০১৪ ও ২০১৭ সালে ওই সব ঋণখেলাপিকে মাফ করে দেওয়া হয়। যাঁরা ওই সব ঋণখেলাপিকে মাফ করেছিলেন, তাঁরা দেশের প্রথিতযশা প্রবীণ অর্থনীতিবিদদের স্নেহের পাত্র।

গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) তিন দিনব্যাপী উন্নয়নবিষয়ক বার্ষিক সম্মেলনের একটি অধিবেশনে সভাপতির বক্তব্যে মোহাম্মদ ফরাসউদ্দিন এ কথা বলেন। ১৯৯৮ সালের নভেম্বর থেকে ২০০১ সালের নভেম্বর পর্যন্ত তিনি কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের দায়িত্ব পালন করেন।

মানবসম্পদ ও সরকারি নীতির ওপর আয়োজিত এই অধিবেশনে তিনটি মূল প্রবন্ধ উপস্থাপন করা হয়। এর মধ্যে অনলাইনে ক্লাস নেওয়া নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিআইডিএসের গবেষক নাজমুল হক। তিনি বলেন, অনলাইনে ক্লাস হলে যানজট এড়ানো ও খরচ বাঁচানো যায়। আবার অসুবিধা হলো, এতে শিক্ষার্থীদের শৃঙ্খলায় আনা কঠিন। এতে শিক্ষার্থীদের গ্রেড কমে যায়। আবার ভিডিও ক্যামেরা অন থাকলে শিক্ষার্থীরা স্বাচ্ছন্দ্য বোধ করে না। দক্ষ মানবসম্পদ গঠনে সঠিক নীতি প্রয়োজন।

মোহাম্মদ ফরাসউদ্দিন অনলাইনে পরীক্ষা নেওয়ার অভিজ্ঞতা তুলে ধরে বলেন, ‘প্রত্যেক শিক্ষার্থীকে আলাদাভাবে সৃজনশীল প্রশ্ন করেছি। চাইলেও শিক্ষার্থীরা প্রতারণার আশ্রয় নিতে পারবে না।’

করোনার কারণে বৈশ্বিক পণ্য উৎপাদন ও সরবরাহপ্রক্রিয়ায় বাংলাদেশ বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মনে করেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক আবির খন্দকার। তাঁর মতে, করোনার সময়ে এ দেশের তৈরি পোশাকসহ রপ্তানি খাত বেশি ভুগেছে। রপ্তানি খাতে ক্রয়াদেশ কমেছে।

বিআইডিএসের আরেক গবেষক মোহাম্মদ মাইনুল হক তাঁর প্রবন্ধে বলেন, বন্যাপ্রবণ এলাকার শিক্ষার্থীরা অন্য অঞ্চলের তুলনায় পিছিয়ে থাকে, যা দক্ষ মানবসম্পদ গঠনের ক্ষেত্রে বাধা।

অর্থনীতিতে নারীর অধিকার প্রতিষ্ঠার ওপর প্রবন্ধ উপস্থাপন করেন লন্ডন স্কুল অব ইকোনমিকসের অধ্যাপক নায়লা কবির। তিনি মনে করেন, বাংলাদেশে নারীর অর্থনৈতিক সক্ষমতাকে অস্বীকার করা হয়। পুরুষেরা নারীদের নিজেদের অধস্তন করে রাখে।

রাজধানীর একটি হোটেলে বিআইডিএসের এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। আজ শুক্রবার সম্মেলন শেষ হবে।

এদিকে পুষ্টি বিষয়ে অনুষ্ঠিত দিনের আরেক অধিবেশনে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর (মে ২০০৯—মার্চ ২০১৬) আতিউর রহমান। তিনি বলেন, গত এক দশকে বাংলাদেশের অভাবনীয় অগ্রগতি হয়েছে। করোনার মধ্যেও এশিয়ার উদীয়মান অর্থনীতিগুলোর মধ্যে সবচেয়ে প্রবৃদ্ধি অর্জন করা দেশগুলোর একটি বাংলাদেশ। দেশে মাথাপিছু আয় দ্রুত বাড়ছে। বৈশ্বিক ক্ষুধা সূচকে গত ৯ বছরে বাংলাদেশের অগ্রগতি ২৫ শতাংশ। এই সূচকে ভারত ও পাকিস্তানের চেয়ে এগিয়ে আছে বাংলাদেশ।