নেটওয়ার্ক বিকলে অচল কেন্দ্রীয় ব্যাংকের ড্যাশবোর্ড

নেটওয়ার্ক সেবাদাতা প্রতিষ্ঠান ম্যাঙ্গো টেলিসার্ভিসের মতিঝিলের কার্যক্রম বন্ধ হয়ে গেছে। এতে অচল হয়ে পড়েছে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক লেনদেন তদারকির ইলেকট্রনিক ড্যাশবোর্ড। এতে আমদানি-রপ্তানির প্রক্রিয়া সম্পন্ন করতে ব্যাংকগুলো কিছুটা ভোগান্তিতে পড়েছে বলে জানিয়েছে। নেটওয়ার্ক সেবা সচলে কাজ করছেন ম্যাঙ্গো টেলিসার্ভিসের কর্মকর্তারা।

ম্যাঙ্গো টেলিসার্ভিসের এক কর্মকর্তা জানান, মতিঝিলের এক ভবনে আগুন লেগে কেব্‌ল তার পুড়ে যায়। এতেই মতিঝিলের সেবাটি অচল হয়ে পড়ে। এর ফলে বন্ধ হয়ে গেছে কেন্দ্রীয় ব্যাংকের ইলেকট্রনিক ড্যাশবোর্ড।

নেটওয়ার্ক সেবাদাতা প্রতিষ্ঠান ম্যাঙ্গো টেলিসার্ভিসের মতিঝিলের কার্যক্রম বন্ধ হয়ে গেছে। এতে অচল হয়ে পড়েছে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক লেনদেন তদারকির ইলেকট্রনিক ড্যাশবোর্ড।

বাণিজ্যিক ব্যাংকগুলোর সব ধরনের বৈদেশিক লেনদেন ইলেকট্রনিক ড্যাশবোর্ডের মাধ্যমে তাৎক্ষণিকভাবে তদারক করে বাংলাদেশ ব্যাংক। ড্যাশবোর্ডের মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক তাৎক্ষণিকভাবে আমদানি-রপ্তানি, প্রবাসী আয়সহ সব বৈদেশিক মুদ্রার লেনদেনের তথ্য জানতে পারে।

ইলেকট্রনিক ড্যাশবোর্ডের কার্যক্রম শুরু হয় চারটি অনলাইন রিপোর্টিং মডিউলের সমন্বয়ে। এগুলো হলো এক্সপোর্ট মনিটরিং সিস্টেম, ইমপোর্ট মনিটরিং সিস্টেম, আউটওয়ার্ড রেমিট্যান্স মনিটরিং সিস্টেম এবং ইনওয়ার্ড অ্যান্ড ওয়েজ আর্নার্স রেমিট্যান্স সিস্টেম।

বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ অপারেশন বিভাগ এই ড্যাশবোর্ড পরিচালনা করে থাকে। বিভাগের এক কর্মকর্তা বলেন, ‘সেবাটি অচল হওয়ার পর আইটি বিভাগ কাজ করে যাচ্ছে। এতে আমাদের তদারকি সমস্যা হচ্ছে। তবে ব্যাংকগুলোর কোনো সেবা বন্ধ নেই।’

এ নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলামের বক্তব্য পাওয়া যায়নি।