ন্যাশনাল ব্যাংকের পরিচালক হলেন মুরশিদ কুলি খান

ন্যাশনাল ব্যাংক

বেসরকারি খাতের ন্যাশনাল ব্যাংকের স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন মুরশিদ কুলি খান। তিনি কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর। গত সপ্তাহে বাংলাদেশ ব্যাংক তাঁর স্বতন্ত্র পরিচালক পদে এই নিয়োগ অনুমোদন করেছে। গত বুধবার তিনি ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় অংশ নেন।

এর আগে কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী ন্যাশনাল ব্যাংকের স্বতন্ত্র পরিচালক হয়েছিলেন। পরে তিনি পদত্যাগ করেন।
জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, স্বতন্ত্র পরিচালক হিসেবে মুরশিদ কুলি খানের নিয়োগ অনুমোদন দেওয়া হয়েছে।

জানা যায়, গত ২৬ আগস্ট ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদ ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়-সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলাম ও সাবেক ডেপুটি গভর্নর মুরশিদ কুলি খানকে স্বতন্ত্র পরিচালক নিয়োগের সিদ্ধান্ত নেয়। তবে ব্যাংকের শেয়ারে বিনিয়োগ থাকায় ও সাবেক পরিচালক হওয়ায় এ বি তাজুল ইসলামের নিয়োগ অনুমোদন করেনি কেন্দ্রীয় ব্যাংক।