সময় বাড়ল এসএমই ঋণ বিতরণের আর চামড়ার ঋণ শোধের

ঢাকা থেকে সাভারের চামড়াশিল্প নগরীতে স্থানান্তর হওয়া কারখানাগুলোকে ব্যাংকঋণ পরিশোধের সময়সীমায় যে ছাড় দেওয়া হয়েছিল, তা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। ফলে তারা মাত্র ২ শতাংশ টাকা জমা দিয়ে (ডাউন পেমেন্ট) ১০ বছরের জন্য ঋণ পুনর্গঠন, পুনঃ তফসিল বা এক্সিট সুবিধা পাবে। এ সুবিধা নিতে আগ্রহী চামড়া ব্যবসায়ীরা আগামী জুন পর্যন্ত আবেদন করতে পারবেন, যা আগে ছিল ৩১ মার্চ পর্যন্ত।

এদিকে করোনাভাইরাসের প্রকোপের কারণে অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি খাতের (সিএমএসএমই) জন্য ২০ হাজার কোটি টাকার যে ঋণ তহবিল বরাদ্দ করা হয়েছিল, তা থেকে বিতরণ হয়েছে ৭২ শতাংশ। সে জন্য এই ঋণ বিতরণের সময়ও আগামী ৩০ জুন পর্যন্ত বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সিএমএসএমই খাতে ৯ শতাংশ সুদের মধ্যে সরকার ৫ শতাংশ সুদ ভর্তুকি দিচ্ছে। আর ৪ শতাংশ গ্রাহককে দিতে হচ্ছে। তাই গ্রাহকদেরও এই ঋণ পেতে আগ্রহ আছে। তবে ব্যাংকগুলোর বিরুদ্ধে বিতরণ না করার অভিযোগ রয়েছে।