রোজায় ব্যবসায়ীদের সংযম দেখতে চান বাণিজ্যমন্ত্রী

বা‌ণিজ্য মন্ত্রী টিপু মুন‌শি রোজাকে সাম‌নে রে‌খে ব্যবসায়ী‌দের সং‌যমী হওয়ার আহ্বান জা‌নি‌য়েছেন। একই সঙ্গে তিনি মানুষের কষ্ট বিবেচনায় নিয়ে ব্যবসায়ীদের যৌক্তিক হারে লাভ করার জন্য বলেছেন। আর সাধারণ মানুষকে চমকদার বিজ্ঞাপনের ফাঁদে পা না দিয়ে যাচাই-বাছাই করে কেনাকাটা করার পরামর্শ দিয়েছেন মন্ত্রী।

আজ বুধবার রাজধানীর আগারগাঁও‌য়ে বঙ্গবন্ধু আন্তর্জা‌তিক স‌ম্মেলন কেন্দ্রে ‘বিশ্ব ভোক্তা অধিকার দিবস ২০২৩’ উপল‌ক্ষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আ‌য়ো‌জিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা ব‌লেন।

মানুষের কষ্ট বিবেচনায় নিয়ে ব্যবসায়ীদের উদ্দেশে বাণিজ্যমন্ত্রী ব‌লে‌ন, ‘বিশ্বের বি‌ভিন্ন দে‌শে নানান উৎস‌বে বি‌ভিন্ন ছা‌ড়ের ব‌্যবস্থা থা‌কে। তারা অল্প লাভ ক‌রে। আমা‌দের অবস্থা ভিন্ন। সাম‌নে পবিত্র রমজান মাস। আপনারাও একটু সং‌য‌মী হোন। এ মাসে যৌক্তিক দাম রাখুন। লাভ কম করুন।’

একই সঙ্গে মন্ত্রী চটকদার বিজ্ঞাপ‌নে আকৃষ্ট না হওয়ার আহ্বান জা‌নান ভোক্তাদের প্রতি। উৎপাদন খরচের চেয়ে কম দামে মোটরসাইকেল বিক্রির উদাহরণ টে‌নে টিপু মুন‌শি ব‌লেন, ‘প্রতিটা প‌ণ্য তৈ‌রি‌তে একটা খরচ আছে। কেউ য‌দি এক‌টা মোটরসাইকেল অর্ধেক দা‌মে দেয়, তাহ‌লে আপনা‌দের বুঝ‌তে সেখানে সমস্যা আছে। একটা পণ্য উৎপাদন খরচের চেয়ে কম দামে কীভা‌বে দে‌বে। এভাবে মানুষ‌কে ঠকা‌নো হয়। কা‌জেই আপনারা সব‌কিছু ভে‌বে কাজ কর‌বেন। বিজ্ঞাপনে আকৃষ্ট না হয়ে যাচাই-বাছাই করবেন।’

বাণিজ্যমন্ত্রী আরও ব‌লেন, ‘ভোক্তার অধিকার মানু‌ষের অধিকার। আমরা যখন ভোক্তা‌দের সব অধিকার সম্প‌র্কে জানা‌তে পার‌ব, তখন আমা‌দের অর্ধেক কাজ শেষ হ‌য়ে যা‌বে। ভোক্তাদের সচেতনতা অনেক জরুরি। এ জন্য আমরা কাজ করে যাচ্ছি। এ জন্য বলতে চাই, রমজান সাম‌নে রে‌খে একবা‌রে হুমড়ি খেয়ে পণ্য কিন‌বেন না। একবা‌রে পণ্য কিন‌লে বাজা‌রে তার প্রভাব প‌ড়ে। তখন দামও বে‌ড়ে যায় বলে মন্তব্য করেন তিনি।

শুল্ক কমালে সাময়িকভাবে পণ্যের দাম কমলেও তা সরকারের রাজস্ব আয়ে নেতিবাচক প্রভাব ফেলে উল্লেখ করে বাণিজ্যসচিব তপন কা‌ন্তি ঘোষ বলেন, ‘বাজারব্যবস্থা ঠিক রাখতে বাজার সমিতির নেতাদেরও ভূমিকা নিতে হবে। আমাদের পক্ষ থেকে চেষ্টার কমতি নেই। তবে এখন আইন সংশোধন করে হলেও বাজার বা পণ্যের মান নিয়ে কাজ করে, এমন সংস্থাগুলোর মধ্যে সমন্বয় করা দরকার।’

বাণিজ্যসচিব আরও বলেন, ব্যবসা-বাণিজ্য সহজ করতে সরকার কাজ করে যাচ্ছে। আমদানি-রপ্তানির সঙ্গে জড়িত সনদগুলোর নবায়নের মেয়াদ বাড়ানো হচ্ছে। অনেকগুলো আছে বছর বছর নবায়ন করতে হয়, এখন সেগুলো পাঁচ বছর পরপর করার বিধান আসছে। তবে তৈরি পোশাকশিল্পের ক্ষেত্রে কারখানার মান সনদের মেয়াদ একটু ভিন্ন হবে বলে জানান তিনি।

অনুষ্ঠা‌নে বি‌শেষ অতিথির বক্তব্যে এফ‌বি‌সি‌সিআইয়ের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী দেশে ব্যবসা–বাণিজ্য সম্প্রসারণে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

কন‌জ্যুমারস অ্যাসো‌সি‌য়েশ‌ন অব বাংলা‌দে‌শের সভাপ‌তি গোলাম রহমান তাঁর বক্তব্যে বাজারে অসম প্রতিযোগিতা কমিয়ে আনতে সরকারের পদক্ষেপ আরও জোরালো করার পাশাপাশি আইনি কাঠামোর প্রয়োজনীয় সংস্কার ও তা বাস্তবায়নে উদ্যোগী হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ভোক্তা অধিকা‌র অধিদপ্তরের মহাপ‌রিচালক এ এইচ এম স‌ফিকুজ্জামান। তিনি সবাইকে ভোক্তা অধিকার আইন মেনে চলার অনুরোধ করেন।

অনুষ্ঠানে জাতীয় ভোক্তা অধিকার দিবসের ওপর আয়োজিত রচনা প্রতিযোগিতার বিজয়ীদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন টিসিবির চেয়ারম্যান আরিফুল হাসান, ভোক্তা অধিদপ্তরের প্রথম মহাপরিচালক আবুল হোসেন মিয়া, প্রতিযোগিতা কমিশনের চেয়ারপারসন প্রদীপ রঞ্জন চক্রবর্তী প্রমুখ।