ভোজ্যতেলে দাম বাড়ছে
ব্যবসায়ীদের প্রস্তাবের প্রেক্ষিতে সয়াবিন ও পাম তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। বাণিজ্য উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত হয়। তবে দাম কত বাড়বে তা চূড়ান্ত হয়নি। ব্যবসায়ীরা লিটারে ১০ টাকা দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছেন। বাণিজ্যসচিব জানান, প্রস্তাবিত দাম আন্তর্জাতিক বাজারের তুলনায় বেশি, তাই পর্যালোচনা করা হচ্ছে।