ভুয়া অ্যাপে ঋণের প্রলোভন: বাংলাদেশ ব্যাংকের সতর্কতা
বাংলাদেশ ব্যাংক ও আইএমএফের নাম ব্যবহার করে ঋণ দেওয়ার নামে প্রতারণার ফাঁদ পাতা হয়েছে। কয়েকটি ভুয়া ওয়েবসাইট ও অ্যাপের মাধ্যমে এই জালিয়াতি চলছে। বাংলাদেশ ব্যাংক সতর্ক করে বলেছে, এসব ওয়েবসাইটে ব্যক্তিগত তথ্য দেওয়া থেকে বিরত থাকুন। এগুলোর সঙ্গে বাংলাদেশ ব্যাংক বা আইএমএফের কোনো সম্পর্ক নেই। এছাড়া, অনুমতি ছাড়া ঋণ দেওয়া বা বিনিয়োগ নেওয়াও আইনত দণ্ডনীয় অপরাধ।