সরকারের উন্নয়ন প্রচারের কাজ পাবে কোম্পানি, দরপত্র ডাকা হবে না

আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে সারা দেশে উন্নয়নের চিত্র প্রচার করবে সরকার। এ জন্য একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। প্রকল্পটির নাম ‘প্রান্তিক পর্যায়ে উন্নয়ন প্রচার’। এ প্রকল্পের আওতায় থাকবে ‘উন্নয়ন অগ্রযাত্রায় অপ্রতিরোধ্য বাংলাদেশ’ শীর্ষক একটি আউটরিচ কর্মসূচি।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন গণযোগাযোগ অধিদপ্তর এ কর্মসূচি বাস্তবায়ন করবে। তবে কাজ দেওয়ার ক্ষেত্রে কোনো দরপত্র ডাকা হবে না। অর্থাৎ সরকার এ সেবা কিনবে দরপত্র ছাড়া সরাসরি পদ্ধতিতে।

আজ বুধবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয়–সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে এ প্রস্তাব নীতিগতভাবে অনুমোদন পায়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান সাংবাদিকদের এ তথ্য জানান।

জানা গেছে, সরকারের উন্নয়ন কর্মকাণ্ড প্রচারে নিয়োজিত রয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। এবার আরও থাকছে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি অধিদপ্তর। তারা দেশের ৪৯২টি উপজেলায় ১৩২ কোটি টাকা ব্যয়ে একটি করে এলইডি ডিসপ্লে বসানোর কাজে যুক্ত।

আলাদাভাবে পরিকল্পনা মন্ত্রণালয় ‘বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ড প্রদর্শন’ প্রকল্পের আওতায় ২০২০ সাল থেকে এলইডি ডিসপ্লের মাধ্যমে ১৯ জেলায় উন্নয়ন কর্মকাণ্ড প্রচার করেছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় নতুন করে উন্নয়ন প্রচারের জন্য আরেক প্রকল্প হাতে নেয় এক বছর আগে। সবার অঙ্ক যোগ করলে এ কাজে ব্যয় ৩০০ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে বলে সূত্রগুলো জানায়।

এর আগে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড প্রচারে ২০১৮ সালেও ১০৭ কোটি টাকা ব্যয়ে ‘গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে প্রচার কার্যক্রম শক্তিশালীকরণ’ প্রকল্প হাতে নিয়েছিল তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। ২০২২ সালের জুনে এ প্রকল্পের কাজ শেষ হয়। প্রকল্পের আওতায় সারা দেশে পিকআপ ভ্যানে করে ভ্রাম্যমাণ এলইডি ডিসপ্লে দিয়ে উন্নয়ন কর্মকাণ্ড প্রচার করা হয়েছে।

গণযোগাযোগ অধিদপ্তর সূত্রে জানা গেছে, প্রচারের অংশ হিসেবে নারীদের নিয়ে সমাবেশ করা হবে। এ ছাড়া ফেসবুক ও টেলিভিশনে ভিডিও কনটেন্ট প্রচার করা হবে এবং গ্রামে গ্রামে কিছু ছবি প্রদর্শনীর আয়োজন থাকবে।