অনুষ্ঠানে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আবদুল মাতলুব আহমাদ বলেন, ‘দেশে বৈদ্যুতিক গাড়ির চলাচল এখন সময়ের ব্যাপার মাত্র। সম্ভাবনার কোনো কমতি নেই, তবে এটাকে কাজে লাগাতে হবে। এ জন্য দরকার বড় বিনিয়োগের। অন্যথায় আমদানি করতে হবে। তাতে আমাদের খুব বেশি লাভ হবে না। নিজেরা শিল্প গড়ে তুলতে পারলে দেশীয় বাজার ধরার পাশাপাশি রপ্তানি বাজারেও ভালো করার সম্ভাবনা আছে।’

রানার গ্রুপের চেয়ারম্যান হাফিজুর রহমান খান বলেন, ‘গাড়িশিল্প নিয়ে নীতিমালা হয়েছে। মোটরবাইক ও ইলেকট্রিক বাইকের নীতিমালা করা হচ্ছে। পরিস্থিতির পরিবর্তন হতে শুরু করেছে। এখন বিনিয়োগকারীদের এগিয়ে আসতে হবে।’

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন গ্রামীণফোনের এমডি ইয়াসির আজমান, সিমেন্স বাংলাদেশের এমডি প্রসাদ পালসোকার, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের সাবেক এমডি বিকর্ণ কুমার ঘোষ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন এমসিসিআইয়ের সহসভাপতি হাবিবুল্লাহ এন করিম।