ভবিষ্যতের নিশ্চিত বিনিয়োগ রূপায়ণ সিটি

উন্নয়ন ও অগ্রগতির এ সময়ে রাজধানী ঢাকায় নিজের বাড়ির স্বপ্ন আর অবাস্তব নয়। সেই স্বপ্ন বাস্তবায়নে সহযোগী প্রতিষ্ঠান হিসেবে কাজ করে যাচ্ছে রূপায়ন সিটি। উত্তরার ১২ নম্বর সেক্টর–সংলগ্ন ১৩৪ বিঘা জমিতে প্রতিষ্ঠানটি গড়ে তুলেছে আন্তর্জাতিক মানের একটি নান্দনিক সিটি।

রূপায়ন সিটি উত্তরা নামের এই আবাসন প্রকল্পের ৬৩ শতাংশ জায়গাই খোলা রেখে নির্মিত হয়েছে প্রিমিয়াম কন্ডো, স্কাই ভিলা, পেন্ট হাউস ও এক্সপেরিয়েন্স মল। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিকটবর্তী এ প্রকল্প মেট্রোরেল সংযোগস্থলে অবস্থিত। সার্বক্ষণিক তিন স্তরের নিরাপত্তাব্যবস্থাসহ প্রিমিয়াম মেগাগেটেড এই কমিউনিটিতে আন্তর্জাতিক মানসম্পন্ন আধুনিক সব সুযোগ-সুবিধা রয়েছে।

প্রকল্পটিতে রয়েছে স্কুল, মসজিদ, খেলার মাঠ, ক্লাব, সাড়ে ৬৫ কিলোমিটার সবুজে ঘেরা নান্দনিক জগিং ট্র্যাক, কমিউনিটি ক্লাব ও কর্নার শপ। আরও নানা ধরনের নাগরিক সুবিধা। এখানে রয়েছে ২ হাজার ৩৫ বর্গফুট থেকে ৩ হাজার বর্গফুটের প্রিমিয়াম কন্ডো, ৩ হাজার ৯৫৭ বর্গফুট থেকে ৬ হাজার ৬০৬ বর্গফুট আয়তনের স্কাই ভিলা এবং ৪ হাজার ৮৭৯ বর্গফুট থেকে ৮ হাজার ১৮০ বর্গফুট আয়তনের পেন্ট হাউস।

রূপায়ন সিটিতে রয়েছে শিশুদের জন্য প্রাচীরঘেরা খেলার মাঠ, যা তাদের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি সৃজনশীল ও উদ্যমী হিসেবে গড়ে তুলতে সহায়তা করবে।