সেভেন রিংস সিমেন্টের মাদার কোম্পানি শুন শিং গ্রুপ হংকংয়ের বাংলাদেশ সাবসিডিয়ারির এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর পদে দায়িত্ব পেয়েছেন তাহমিনা আহমেদ। এর আগে ২০০৭ সাল থেকে তিনি বোর্ড ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
শুন শিং গ্রুপ তিন দশকের বেশি সময় ধরে বাংলাদেশে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করে আসছে। অন্যতম শীর্ষস্থানীয় সিমেন্ট গ্রুপটি কয়েক বছর ধরে ঢাকা, খুলনা ও চট্টগ্রামে তিনটি অত্যাধুনিক সিমেন্ট কারখানা স্থাপন করে নিজস্ব সিমেন্ট ব্র্যান্ড সেভেন রিংস সিমেন্ট নামে বাংলাদেশের সেরা সিমেন্ট উৎপাদন করছে।
নিজস্ব পরিবহন ব্যবস্থা ও সহস্রাধিক ব্যবসায়িক অংশীদারের মাধ্যমে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে সিমেন্ট সরবরাহ এবং ভারতে সিমেন্ট রপ্তানি করে আসছে গ্রুপটি।
সংযুক্ত আরব আমিরাতে সিমেন্টের কারখানাসহ বিভিন্ন মহাদেশের ১৫টি দেশে ব্যবসায়িক কার্যক্রম পরিচালিত হয় শুন শিং গ্রুপের।
তাহমিনা আহমেদ তাঁর অসামান্য নেতৃত্ব ও কর্মদক্ষতায় শুন শিং গ্রুপের ব্যবসার দ্রুত প্রসারে খুবই গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। বিজ্ঞপ্তি