রমজান মাসজুড়ে ব্রাদার্স ফার্নিচারে আকর্ষণীয় ছাড়

অধিকাংশ পরিবারেই উৎসবকেন্দ্রিক কেনাকাটা হয় ঈদকে ঘিরে। পোশাক, জুতা ইত্যাদিতে নিজেকে নতুনভাবে সাজানোর পাশাপাশি অনেকের চেষ্টা থাকে প্রিয় ঘর বা বাড়িটি নতুন আসবাবে সাজিয়ে তোলা। কারণ, ঈদ উপলক্ষে আত্মীয়স্বজন, পাড়া-প্রতিবেশীর আগমনে বাসাবাড়ি হয়ে ওঠে সরগরম। আর তাই ঘর সাজাতে অনেকেরই পরিকল্পনা থাকে দীর্ঘদিনের পুরোনো আসবাব পাল্টে নতুন আসবাব কেনা। কেউ আবার একদমই নতুন মডেল ও ডিজাইনের আসবাব নিয়ে আসেন বাড়িতে।

রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় অনেক পণ্যের দাম বাড়লেও ব্রাদার্স ফার্নিচার চলেছে উল্টো পথে। ঈদ সামনে রেখে গ্রাহকদের সুবিধার্থে ব্রাদার্স ফার্নিচার দিচ্ছে ১৫ শতাংশ পর্যন্ত ছাড়। পরিবেশবান্ধব উপাদান এবং নান্দনিক নকশার সমাহারে তৈরি ব্রাদার্স ফার্নিচার গ্রাহকদের নজর কাড়তে বাধ্য।

এ ছাড়া রয়েছে বিক্রয়-পরবর্তী সেবা। গ্রাহকের সঠিক সময়ে সেবা দিতে তাদের রয়েছে দেশজুড়ে অসংখ্য আউটলেট। এ ছাড়া অনলাইনে কেনাকাটার সুবিধা তো থাকছেই। সে ক্ষেত্রে গ্রাহকদের বাসায় নির্ধারিত পণ্যটি পৌঁছে দেওয়ার জন্য তাদের রয়েছে নিজস্ব পরিবহনব্যবস্থা।

সময়ের সঙ্গে সঙ্গে বাড়ছে জীবনযাত্রার মান, নান্দনিকতা নিয়ে বাড়ছে সচেতনতাও। রুচির প্রশ্নে সবাই এখন আপসহীন। এই নান্দনিকতা শুধু বাহ্যিক সৌন্দর্যের ক্ষেত্রেই নয়, এর মধ্যে রয়েছে নিজের মানসিক প্রশান্তির খোরাকও। সাজানো-গোছানো ঘর আপনাকে দেয় দিন শেষে স্বস্তির ছোঁয়া। এসব বিষয় মাথায় রেখেই ব্রাদার্স ফার্নিচার সাজিয়েছে তাদের সংগ্রহ।

তিন দশকের বেশি সময় ধরে নান্দনিক ও মানসম্মত পণ্য বাজারজাতকরণের মাধ্যমে গ্রাহকদের ঘর সাজানোয় ভূমিকা রাখছে ব্রাদার্স ফার্নিচার। দীর্ঘ অভিজ্ঞতা ব্রাদার্স ফার্নিচারকে করেছে ক্রেতা-চাহিদা সম্পর্কে সচেতন। ফলে দেশের ফার্নিচার খাতে আস্থা ও নির্ভরতার অন্য নাম হয়ে উঠেছে ব্রাদার্স ফার্নিচার।