এইচএসবিসি–আইবিএ বিজনেস কেইস প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন আইবিএর দল

এইচএসবিসি-আইবিএ বিজনেস কেইস কম্পিটিশন ২০২৪–এ চ্যাম্পিয়ন বা প্রথম স্থান অর্জন করেছে ঢাকা বিশ্ববিবদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) দল। এ ছাড়া বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের (এনএসইউ) দল যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেছে।

প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন আইবিএ দলের সদস্যরা হলেন হৃদিতা ইসলাম, মাইশা ইসলাম মোনামী, সৈয়দা রামিসা মুনিরা ও আল নাফি ইবনে সিদ্দিক। রানারআপ বিইউপি দলের চার সদস্য হলেন মো. নাহিয়ান হাসান, রিদাহ তারানুম মেহমুদ, আদীবা রুকাইয়া হাসান ও তানজিমা তাহরিম। সেকেন্ড রানারআপ এনএসইউর সদস্যরা হলেন তাওফিকুল ওয়াহিদ, দেওয়ান আরিফুর রহমান, এস এম রিদওয়ান ও মোহাম্মাদ সাদমান ইসলাম।

এইচএসবিসি বাংলাদেশ ও আইবিএ সম্প্রতি এবারের বিজনেস কেইস কম্পিটিশনের চূড়ান্ত প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করে। প্রতিযোগিতায় অংশ নেওয়া পাঁচটি দলের মধ্যে তিনটি দল চ্যাম্পিয়ন, রানারআপ ও সেকেন্ড রানারআপ হয়। এ বছর দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পর্যায়ের ১৬০ জন শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশ নেন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সচিব মো. তোফাজ্জেল হোসেন মিয়া। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. হাবিবুর রহমান। আরও ছিলেন এইচএসবিসি বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. মাহবুব উর রহমান এবং আইবিএর পরিচালক মোহাম্মদ এ মোমেন।

এই প্রতিযোগিতায় বিচারক হিসেবে ছিলেন ঢাকার ব্রিটিশ হাইকমিশনের পরিচালক (বাণিজ্য এবং বিনিয়োগ) ড্যান পাশা, ক্যাথে প্যাসিফিকের এ দেশীয় পরিচালক আহমেদ রেজা, শেয়ারট্রিপের প্রতিষ্ঠাতা কাশেফ রহমান, ইউনিলিভার বাংলাদেশের করপোরেট অ্যাফেয়ার্স, মার্কেটিং, পার্টনারশিপ বিভাগের পরিচালক শামীমা আক্তার, নভো নরডিস্ক বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট রিয়াদ মামুন প্রধানী।

এইচএসবিসি বাংলাদেশের প্রধান নির্বাহী মো. মাহবুব উর রহমান বলেন, বাংলাদেশের উদীয়মান মেধাবীরা সব সময়ই জটিলতা মোকাবিলায় উদ্ভাবনী সমাধানে সক্ষম, যা বাংলাদেশকে বিশ্ব পর্যায়ে উন্নীত করতে সহায়তা করে। তারুণ্যের শ্রেষ্ঠত্বের আকাঙ্ক্ষাকে আন্তর্জাতিক স্বীকৃতি দিয়ে প্রতিবছর এইচএসবিসির বিজনেস কেইস কম্পিটিশন তরুণদের এগিয়ে যাওয়ার সুযোগ করে চলেছে।

এই উদ্যোগটি এইচএসবিসির এশিয়া-প্রশান্ত রিজিওনের ফিউচার স্কিলস প্রোগ্রামের অন্তর্ভুক্ত। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের ক্লাসরুমভিত্তিক পড়াশোনা থেকে বেরিয়ে এসে প্রকৃত পরিস্থিতি বা ব্যবসায়িক সমস্যার সমাধানের মাধ্যমে ব্যবসায়িক দক্ষতা ও জ্ঞান প্রদানে সহায়তা ও প্রশিক্ষণ দেওয়া হয়।