পরিবেশবান্ধব কারখানা পুরস্কার পেয়েছে ইভিটেক্স ড্রেস শার্ট

স্পিকার শিরীন শারমিন চৌধুরীর হাত থেকে পরিবেশবান্ধব কারখানার পুরস্কার নেন ইভিটেক্স ড্রেস শার্টের পরিচালক শাহ আদিব চৌধুরী।ছবি: সংগৃহীত

ইভিন্স গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান ইভিটেক্স ড্রেস শার্ট লিমিটেড (ইডিএসএল) গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড ২০২৩ বা পরিবেশবান্ধব কারখানা পুরস্কার পেয়েছে।

‘জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস’ উপলক্ষে ২৯টি পরিবেশবান্ধব কারখানাকে গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড ২০২৩ দেয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর (ডিআইএফই)। রাজধানী ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গত রোববার আয়োজিত অনুষ্ঠানে কারখানাগুলোর হাতে পুরস্কার তুলে দেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। এ সময় আরও উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী।

স্পিকার শিরীন শারমিন চৌধুরীর হাত থেকে পরিবেশবান্ধব কারখানার পুরস্কার নেন ইভিটেক্স ড্রেস শার্টের পরিচালক শাহ আদিব চৌধুরী। গাজীপুরের ভবানীপুরে অবস্থিত পরিবেশবান্ধব কারখানা ইভিটেক্স ড্রেস শার্ট যুক্তরাষ্ট্রের ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিল (ইউএসজিবিসি) থেকে লিড প্লাটিনাম সনদ পেয়েছে।