নারায়ণগঞ্জে সিটিজেনস ব্যাংকের উপশাখা চালু
নারায়ণগঞ্জ জেলার টানবাজারে সিটিজেনস ব্যাংকের একটি উপশাখা উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আলমগীর হোসেন আনুষ্ঠানিকভাবে উপশাখাটি উদ্বোধন করেন।
সিটিজেনস ব্যাংক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এতে জানানো হয়, উপশাখাটি উদ্বোধনের সময় সিটিজেনস ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মো. মোস্তাফিজুর রহমান, মো. আবদুল লতিফসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং নারায়ণগঞ্জ ক্লাবের সভাপতি এম সোলাইমান ও আমন্ত্রিত গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সিটিজেনস ব্যাংক ২০১৩ সালের ১৩ ডিসেম্বর রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান ফার্মসে নিবন্ধিত হয় এবং দুই দিন পর ১৫ ডিসেম্বর ব্যাংকটিকে তফসিলি ব্যাংক হিসেবে ব্যাংকিং লাইসেন্স প্রদান করে বাংলাদেশ ব্যাংক।