সিকৃবিকে বাস উপহার দিল পূবালী ব্যাংক 

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ছাত্রছাত্রীদের জন্য বাস প্রদান অনুষ্ঠানে পূবালী ব্যাংকের এমডি মোহাম্মদ আলী, সিকৃবির উপাচার্য অধ্যাপক মো. আলিমুল ইসলামসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারাছবি: পূবালী ব্যাংকের সৌজন্যে

সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ছাত্রছাত্রীদের জন্য একটি বাস উপহার দিয়েছে পূবালী ব্যাংক। এ উপলক্ষে গতকাল সোমবার সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আলিমুল ইসলামের কাছে আনুষ্ঠানিকভাবে বাসের চাবি হস্তান্তর করেন পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ আলী। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে পূবালী ব্যাংক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধাক্ষ অধ্যাপক এ টি এম মাহবুব-ই-ইলাহী, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক মোহাম্মদ সামিউল আহসান তালুকদার, প্রক্টর অধ্যাপক জসিম উদ্দিন আহাম্মদ ও পূবালী ব্যাংকের সিলেট প্রিন্সিপাল অফিসের মহাব্যবস্থাপক চৌধুরী মোহাম্মদ শফিউল হাসান। সভাপতিত্ব করেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের পরিবহন শাখার পরিচালক অধ্যাপক সুলতান আহমেদ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের সিলেট পশ্চিম অঞ্চলের প্রধান মোহাম্মদ মুশাইদুল্লাহ, সিলেট পূর্ব অঞ্চলের প্রধান ফজলুল কবির চৌধুরী, মৌলভীবাজার অঞ্চলের প্রধান মো. মুশফিকুর রহমান, হবিগঞ্জ অঞ্চলের প্রধান আবু হাসান মোহাম্মদ কামরুজ্জামানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, ছাত্রছাত্রীসহ পূবালী ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।