এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ল্যাবএইড গ্রুপের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ল্যাবএইড ক্যানসার হাসপাতাল ও সুপার স্পেশালিটি সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক সাকিফ শামীম।
বিজ্ঞপ্তি অনুযায়ী ল্যাবএইড গ্রুপ ও সিঙ্গাপুর হেলথ অথরিটি পিটিই লিমিটেডের মধ্যে এই প্রথম সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হলো। এর মাধ্যমে বাংলাদেশের রোগীরা উপকৃত হবেন এবং আন্তর্জাতিক মানের স্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগ পাবেন।