ঢাকা ব্যাংকের সঙ্গে প্যান প্যাসিফিক হাসপাতালের চুক্তি

ঢাকা ব্যাংকের সঙ্গে প্যান প্যাসিফিক হাসপাতালের সমঝোতা চুক্তি হয়েছে। এ চুক্তির আওতায় উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা বিশেষ কিছু সুবিধা পাবেন। প্যান প্যাসিফিক হাসপাতালের করপোরেট কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষর হয়। খবর বিজ্ঞপ্তি।

এ চুক্তির আওতায় প্যান প্যাসিফিক হাসপাতাল কর্মকর্তা ও কর্মচারীরা ঢাকা ব্যাংকের বিভিন্ন ধরনের পণ্য ব্যবহারের সুযোগ পাবেন। অন্যদিকে ঢাকা ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীরা হাসপাতালের প্যাথলজিক্যাল পরীক্ষায় ৪০ শতাংশ, এক্স-রে ও একই রকম অন্যান্য পরীক্ষায় ৩০ শতাংশ, হাসপাতালের সার্ভিস চার্জে ২০ শতাংশ, সিট ভাড়ায় ২০ শতাংশ, অ্যাম্বুলেন্সে ১৫ শতাংশ ও অক্সিজেন সিলিন্ডারে ১৫ শতাংশ ছাড় পাবেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা ব্যাংকের ইভিপি ও রিটেইল ব্যবসা বিভাগের প্রধান এইচ এম মোস্তাফিজুর রহমান, ভিপি ও শাহজাহানপুর শাখার ব্যবস্থাপক মো. রিয়াজ উদ্দিন, প্যান প্যাসিফিক হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ডা. এ কে এম আমিনুল হক ও উভয় পক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা।