৬০ কোটি টাকা বিনিয়োগ করছে জাপানি কোম্পানি ডিআইসি
জাপানি কোম্পানি ডিআইসি বাংলাদেশ মেঘনা ইন্ডাস্ট্রিয়াল অর্থনৈতিক অঞ্চলে প্রথম কারখানার নির্মাণকাজ শুরু করেছে। এ কারখানা স্থাপনে তারা ৬০ কোটি টাকার বেশি বিনিয়োগ করেছে।
গত সপ্তাহে কারখানার নির্মাণকাজের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিআইসি বাংলাদেশের এ–দেশীয় প্রধান জসিম উদ্দিন, এক্সক্লুসিভ ক্যানের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসির, প্রিমিয়াফ্লেক্স প্লাস্টিকসের বিজনেস ডিরেক্টর আনিসুর রহমান, নুরুল ফারুক হাসান অ্যান্ড কোম্পানির অংশীদার শামসুর রহমান প্রমুখ। প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জাপানের টোকিওতে ১৯০৮ সালের ১৫ ফেব্রুয়ারি যাত্রা শুরু করা ডিআইসি বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় কালি ও রঞ্জক পণ্য উৎপাদক। ডিআইসি বর্তমানে বিশ্বের ৬০টির বেশি দেশে কাজ করছে। প্রতিষ্ঠানটি ২০২১ সাল থেকে বাংলাদেশে ব্যবসা করছে।
ডিইসি বাংলাদেশের কর্মকর্তারা জানান, চলতি বছরের শেষ নাগাদ এ কারখানায় উৎপাদন কার্যক্রম শুরু করতে চায় ডিআইসি বাংলাদেশ। সে লক্ষ্যে তারা আধুনিক যন্ত্রপাতি বসাবে। কারখানাটির মধ্য দিয়ে বাংলাদেশের কালি ও রঞ্জক পদার্থের বাজার নতুন দিশা পাবে বলে ধারণা করা হচ্ছে।
এক্সক্লুসিভ ক্যানের ব্যবস্থাপনা পরিচালক নাসির আহমেদ বলেন, দেশের রাজনৈতিক অস্থিতিশীলতার মধ্যে ডিআইসি বিনিয়োগ করছে, যা সত্যিই ইতিবাচক।