অতিমারির পর প্রকল্প বাস্তবায়নের চ্যালেঞ্জ নিয়ে আলোচনা

সেমিনারে আইএবিএসইর কার্যনির্বাহী কমিটির সদস্য, বিভিন্ন বিশ্ববিদ্যালয়, সরকারি, বেসরকারি বিভিন্ন সংস্থায় কর্মরত প্রকৌশলী এবং কর্মকর্তা ও আইইবির নেতারা অংশগ্রহণ করেন
ছবি: বিজ্ঞপ্তি

বাংলাদেশ গ্রুপ অব আইএবিএসইর (ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর ব্রিজ অ্যান্ড স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং) আজ শনিবার রাজধানীর একটি হোটেলে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ‘ব্রিজ অ্যান্ড স্ট্রাকচারস ফর সিমলেস কানেক্টিভিটি: এ ফিউশন আফটার দ্য প্যানডেমিক’ শীর্ষক এই সেমিনারে ৬টি কারিগরিবিষয়ক প্রবন্ধ উপস্থাপন করা হয়।

বাংলাদেশের চলমান কয়েকটি মেগা প্রকল্প বাস্তবায়নকালীন বিভিন্ন চ্যালেঞ্জ ও অতিমারির প্রভাব সম্পর্কে এসব প্রবন্ধ উপস্থাপন করা হয়। এ ছাড়া অতিমারির পরে প্রকল্প বাস্তবায়নের চ্যালেঞ্জ এবং বাংলাদেশ ও বিশ্বের প্রেক্ষাপটে এ চ্যালেঞ্জ মোকাবিলায় সেতু প্রকৌশলীদের করণীয় সম্পর্কেও অংশগ্রহণকারীরা আলোচনা করেন।

সেমিনারে বাংলাদেশের পদ্মা বহুমুখী সেতু প্রকল্প, পদ্মা সেতু রেল লিংক প্রকল্প, ক্রস বর্ডার রোড নেটওয়ার্ক প্রকল্প, ঢাকা–সিলেট করিডর সড়ক উন্নয়ন প্রকল্প, চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও মেট্রোরেল প্রকল্প বাস্তবায়নের বিভিন্ন কারিগরি বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করা হয়। এতে আইএবিএসইর কার্যনির্বাহী কমিটির সদস্য, বিভিন্ন বিশ্ববিদ্যালয়, সরকারি, বেসরকারি বিভিন্ন সংস্থায় কর্মরত প্রকৌশলী এবং কর্মকর্তা ও আইইবির নেতারা অংশগ্রহণ করেন।

আইএবিএসইর বাংলাদেশ গ্রুপ ২০০৫ সাল থেকে নিয়মিতভাবে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন সেমিনার, কনফারেন্স ও সিম্পোজিয়ামের আয়োজন করে আসছে। বাংলাদেশ গ্রুপ অব আইএবিএসইর কার্যনির্বাহী কমিটির সভাপতি বুয়েটের অধ্যাপক এ এফ এম সাইফুল আমিন, জেনারেল সেক্রেটারি চুয়েটের অধ্যাপক আবদুর রাহমান ভূঁইয়া এবং সাংগঠনিক সম্পাদক সড়ক ও জনপথ অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ নাজমুল হক এই সেমিনার আয়োজনে সার্বিকভাবে সহযোগিতা করেন। বিজ্ঞপ্তি