এসডিজি লক্ষ্যপূরণে পুরস্কার পেল আইপিডিসি

জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে অনুকরণীয় ভূমিকার স্বীকৃতি হিসেবে আইপিডিসি ফাইন্যান্স পিএলসি এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৫-এ দুটি পুরস্কার পেয়েছে।

আইপিডিসি ফাইন্যান্স পিএলসিকে তাদের ‘ফাইন্যান্স ফর দ্য প্ল্যানেট অ্যান্ড পিপল; আইপিডিসি’স হলিস্টিক এসডিজি ড্রাইভেন স্ট্রাটেজি’ কৌশলের কারণে ‘সর্বাধিক টেকসই আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই)’ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। দেশব্যাপী এই উদ্যোগের মাধ্যমে আইপিডিসি তাদের মূল আর্থিক কার্যক্রমে টেকসই উন্নয়নকে একীভূত করেছে। যার মধ্যে রয়েছে সবুজ ঋণ প্রদান, জলবায়ু ঝুঁকি ব্যবস্থাপনা ও অন্তর্ভুক্তিমূলক অর্থায়ন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুধু ২০২৪ সালে আইপিডিসি টেকসই ও এসডিজি–সংক্রান্ত ঋণ হিসেবে মোট ৩ হাজার ৮৫৫ দশমিক ২ কোটি টাকা বিতরণ করেছে। এটি তাদের মোট ঋণের ৪২ দশমিক শূন্য ৬ শতাংশ। এই অর্জন বাংলাদেশ ব্যাংক নির্ধারিত ন্যূনতম সীমার অনেক বেশি।

নবায়নযোগ্য জ্বালানি, জ্বালানি দক্ষতা, বর্জ্য ব্যবস্থাপনা, আইসিটি অবকাঠামো, নারী নেতৃত্বাধীন উদ্যোক্তা ও পরিবেশবান্ধব ভবন নির্মাণে উল্লেখযোগ্য ঋণ দিয়েছে আইপিডিসি। ‘জয়ী’ ও ‘প্রীতি’ নামক উদ্ভাবনী পণ্য ও ‘জয়ী ৩৬০ ’-এর মতো বিশেষায়িত শাখার মাধ্যমে আইপিডিসি শুধু আর্থিক সেবা প্রদানেই সীমাবদ্ধ নেই, বরং বৃহত্তর পরিসরে লিঙ্গসমতা, আর্থিক অন্তর্ভুক্তি ও জলবায়ু সহনশীলতা গড়ে তুলতে ভূমিকা পালন করছে।

এই স্বীকৃতি প্রসঙ্গে আইপিডিসি ফাইন্যান্স পিএলসির ব্যবস্থাপনা পরিচালক রিজওয়ান দাউদ সামস বলেন, ‘এই পুরস্কার আমাদের বিশ্বাসের প্রতিফলন। অর্থনীতি শুধু সংখ্যার হিসাব নয়, বরং তাকে মানুষের ক্ষমতায়ন, পরিবেশ সংরক্ষণ ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পথপ্রদর্শক হতে হবে। আমরা গ্রামীণ নারীদের আধুনিক কৃষিকাজে সহায়তা করি বা প্রতিটি ঋণে টেকসই উন্নয়নের বিষয়গুলো যুক্ত করি। এর উদ্দেশ্য একটাই—টেকসই বাংলাদেশ গড়ে তোলা।’