শেলটেক আবাসন মেলায় বুকিংয়ে ১০ লাখ টাকা পর্যন্ত ছাড়

প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শরীফ হোসেন ভূঁইয়া এবং শেলটেকের অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ছবি–সংগৃহীত

আবাসন খাতের প্রতিষ্ঠান শেলটেক (প্রা.) লিমিটেডের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চলছে মাসব্যাপী আবাসন মেলা। চলতি মার্চ মাসজুড়ে ক্রেতারা ঢাকার বিভিন্ন এলাকায় শেলটেকের ৪০টির বেশি প্রকল্পে নির্মাণাধীন অ্যাপার্টমেন্ট ও অফিস স্পেস ক্রয়ের জন্য বুকিং দিলেই পাচ্ছেন ১০ লাখ টাকা পর্যন্ত ছাড়। রাজধানীর পশ্চিম পান্থপথে অবস্থিত শেলটেকের প্রধান কার্যালয় শেলটেক টাওয়ারে অনুষ্ঠিত মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ক্রেতা-দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকছে।

৫ মার্চ আবাসন মেলার উদ্বোধন করেন শেলটেকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শরীফ হোসেন ভূঁইয়া। এ সময় তিনি বলেন, ‘১৯৮৮ সালে যাত্রা শুরুর পর থেকেই শেলটেক দেশে অ্যাপার্টমেন্ট-সংস্কৃতিকে উদ্বুদ্ধ করেছে। শেলটেকে কর্মরত স্থপতি, নগর-পরিকল্পনাবিদ ও প্রকৌশলীদের তত্ত্বাবধানে সব নাগরিক সুযোগ-সুবিধা ও পরিবেশবান্ধব আবাসিক প্রকল্প গড়ে তোলার মাধ্যমে আধুনিক ঢাকার স্বপ্ন বাস্তবায়নে ৩৫ বছর ধরে কাজ করে যাচ্ছে শেলটেক।

আন্তর্জাতিক মানের ব্যবস্থাপনা নিশ্চিত করায় ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডাইজেশন অর্গানাইজেশনের আইএসও (৯০০১: ২০১৫) সনদপ্রাপ্ত বাংলাদেশের শীর্ষ আবাসন প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম শেলটেক।’

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শেলটেকের হেড অব অপারেশনস শাহজাহানসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বর্তমানে রাজধানীর মোহাম্মদপুর, লালমাটিয়া, ধানমন্ডি, বনানী, বসুন্ধরা, উত্তরা, মগবাজার, মালিবাগ, বাড্ডা, রামপুরা, পুরান ঢাকার গেন্ডারিয়া ও স্বামীবাগে শেলটেকের ৪০টির বেশি আবাসিক-বাণিজ্যিক প্রকল্প নির্মাণাধীন রয়েছে। শেলটেক এ পর্যন্ত ১৬৬টি প্রকল্পের (পাঁচ হাজার অ্যাপার্টমেন্ট ও বাণিজ্যিক স্পেস) গ্রাহকদের কাছে হস্তান্তর করেছে।

শেলটেকের প্রকল্পগুলোর মধ্যে বায়তুল আমান হাউজিং, আদাবর ও মোহাম্মদপুরে নবনির্মিত কন্ডোমিনিয়াম আবাসিক প্রকল্প শেলটেক উইন্ড ফ্লাওয়ার অন্যতম। এখানে প্রায় ৮১ কাঠায় ১০ তলাবিশিষ্ট ৪টি টাওয়ারে ১৯২টি অ্যাপার্টমেন্ট নির্মিত হবে। অ্যাপার্টমেন্টগুলোর আকার ১ হাজার ৪৪০ বর্গফুট। প্রকল্পটিতে শিশুদের জন্য খেলার জায়গা, জিমনেসিয়াম, সুইমিংপুল, জগিং ট্র্যাক, কমিউনিটি হল, বারবিকিউ জোনসহ বিভিন্ন আধুনিক সুযোগ-সুবিধা থাকবে।