অর্গানিক নিউট্রিশন ও আরোগ্য লিমিটেডের মধ্যে সমঝোতা চুক্তি

অর্গানিক নিউট্রিশন কোম্পানির উৎপাদিত কারকুমা ব্র্যান্ডের সব পণ্য এখন থেকে অনলাইন স্বাস্থ্যসেবা প্ল্যাটফর্ম আরোগ্যতে পাওয়া যাবে। এ বিষয়ে উভয় প্রতিষ্ঠানের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে। আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে অর্গানিক নিউট্রিশন।

রাজধানীর মিরপুরে আরোগ্য লিমিটেডের প্রধান কার্যালয়ে গত বুধবার এক অনুষ্ঠানে সমঝোতা চুক্তিটি স্বাক্ষরিত হয়। অর্গানিক নিউট্রিশনের বিক্রয় ও বিপণন বিভাগের প্রধান রোহান আহমেদ এবং আরোগ্য লিমিটেডের বিক্রয় ও পরিচালন বিভাগের জ্যেষ্ঠ ব্যবস্থাপক আবু শাইখ মো. ইসহাক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তির আওতায় অর্গানিক নিউট্রিশন উৎপাদিত কারকুমা ব্র্যান্ডের সব পণ্য এখন থেকে আরোগ্যতে পাওয়া যাবে।

অনুষ্ঠানে অর্গানিক নিউট্রিশনের পক্ষে প্রতিষ্ঠানের ব্র্যান্ড উন্নয়ন বিভাগের প্রধান মো. মাহবুবুর রহমান, আর্থিক বিভাগের প্রধান আশিকুর রহমান, ডিজিটাল বিপণন বিভাগের প্রধান তন্ময় মিশরা উপস্থিত ছিলেন। আর আরোগ্য লিমিটেডের পক্ষে প্রতিষ্ঠানের মানবসম্পদ ব্যবস্থাপক আশরাফুল হুদা, সরবরাহ ব্যবস্থাপনা বিভাগের উপব্যবস্থাপক নোমান আহমেদ মিয়া মো. জুনাইদ প্রমুখ উপস্থিত ছিলেন।

অর্গানিক নিউট্রিশন বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দেশের প্রথম অর্গানিক সার্টিফায়েড ফাংশনাল ফুড প্রস্তুতকারী প্রতিষ্ঠান হিসেবে ২০১৭ সাল থেকে বিভিন্ন ধরনের স্বাস্থ্যসহায়ক ফাংশনাল ফুড উৎপাদন ও বাজারজাত করে আসছে তারা।