বাজারে এল ফর্টিফায়েড ও টেস্টি এসএমসি বিস্কুট

মাইক্রোনিউট্রিয়েন্ট ফর্টিফায়েড ও টেস্টি এসএমসি বিস্কুটের বাজারজাতকরণের আনুষ্ঠানে প্রতিষ্ঠানের ঊধ্বর্তন কর্মকর্তারা। গত বুধবার ঢাকার এসএমসি এন্টারপ্রাইজের প্রধান কার্যালয়ছবি: সংগৃহীত

এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড দেশের বাজারে নিয়ে এসেছে মাইক্রোনিউট্রিয়েন্ট ফর্টিফায়েড ও টেস্টি এসএমসি বিস্কুট। এই বিস্কুটে আছে সাতটি ভিটামিন ও মিনারেল (ভিটামিন এ, সি, ডি, ই, ফলিক অ্যাসিড, ক্যালসিয়াম, জিংক), যা ভোক্তাদের একই সঙ্গে স্বাদ ও পুষ্টির নিশ্চয়তা দেবে। প্রতিষ্ঠানটির দাবি, বাংলাদেশের বাজারে এটিই প্রথম ফর্টিফায়েড ও টেস্টি বিস্কুট।

গত বুধবার ঢাকার এসএমসি এন্টারপ্রাইজের প্রধান কার্যালয় এসএমসি টাওয়ারে এক অনুষ্ঠানের মাধ্যমে এই বিস্কুটের আনুষ্ঠানিক বাজারজাতের ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসএমসি এন্টারপ্রাইজের পরিচালনা পর্ষদ, এসএমসির ব্যবস্থাপনা পরিচালক, প্রধান নির্বাহী কর্মকর্তা, উপব্যবস্থাপনা পরিচালক (অপারেশনস), উপব্যবস্থাপনা পরিচালক (কমার্শিয়াল), বিপণন বিভাগের মহাব্যবস্থাপক, বিক্রয় বিভাগের মহাব্যবস্থাপকসহ অন্য উচ্চপদস্থ কর্মকর্তারা।

এসএমসি এন্টারপ্রাইজ জানিয়েছে, কোনো প্রকার কৃত্রিম রং এবং প্রিজারভেটিভবিহীন এসএমসি বিস্কুট সব বয়সী মানুষের জন্যই স্বাস্থ্যসম্মত।

পরিবার পরিকল্পনা, নারী ও শিশুস্বাস্থ্য এবং পুষ্টি খাতে দেশের মানুষের উন্নয়নের সামগ্রিক লক্ষ্য নিয়ে এসএমসি স্বাধীনতা–পরবর্তী সময় থেকে কাজ করছে। ৪৯ বছর ধরে এসএমসি জীবন রক্ষাকারী স্যালাইন হিসেবে ওরস্যালাইন-এন, সব ধরনের জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি, নারীর মেনস্ট্রুয়াল স্বাস্থ্য সুরক্ষায় জয়া স্যানিটারি ন্যাপকিন, ফর্টিফায়েড পাউডার ড্রিংক টেস্ট মি, গ্লুকোজ পাউডার ড্রিংক বোল্ট, দেশের প্রথম ইলেকট্রোলাইট ড্রিংক এসএমসি প্লাসসহ বিভিন্ন উন্নত মানের উদ্ভাবনী পণ্য বাজারজাত করে আসছে।