মিনিসো গ্লোবাল কনফারেন্সে পুরস্কার পেল ‘মিনিসো বাংলাদেশ’

মিনিসো বাংলাদেশ চীনের গুয়াংজুতে অনুষ্ঠিত মিনিসো গ্লোবাল কনফারেন্সের দশম আসরে ২০২৩ সালের জন্য পুরস্কার পেয়েছে। এই আন্তর্জাতিক অনুষ্ঠানে ১০০টিরও বেশি দেশ থেকে তিন হাজারেরও বেশি প্রতিনিধি অংশগ্রহণ করেন।

এ অনুষ্ঠানে মিনিসো বাংলাদেশের পাশাপাশি মেক্সিকো, ইন্দোনেশিয়া, ফ্রান্স ও সংযুক্ত আরব আমিরাতের মতো বড় আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজিগুলোও ২০২৩ সালের অর্জনের জন্য পুরস্কার পেয়েছে। খবর বিজ্ঞপ্তির

মিনিসো বাংলাদেশের পক্ষে উপস্থিত প্রতিনিধিদের হাতে মিনিসো গ্লোবাল কনফারেন্স কর্তৃপক্ষ এ অ্যাওয়ার্ড তুলে দেয়। মিনিসো বাংলাদেশের পক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিন পরিচালক শাহ্ আদিব চৌধুরী, শাহ্ রাইদ চৌধুরী ও চৌধুরী আসিফুজ্জামান।

এই পুরস্কার গ্রহণের পর শাহ্ আদিব চৌধুরী বলেন, ‘এটা আমাদের জন্য গর্বের বিষয় যে আমরা অত্যন্ত মর্যাদার সঙ্গে আমাদের দেশের প্রতিনিধিত্ব করতে পারছি। আমরা মনে করি, মিনিসো গ্লোবাল পরিসরে আমরা অত্যন্ত শক্তিশালী একটি অংশীদার।’

চৌধুরী আসিফুজ্জামান বলেন, ‘আইপি সহযোগিতার দিক থেকে মিনিসো বর্তমানে সবচেয়ে শক্তিশালী এবং আজ আমরা যা দেখেছি, তাতে আগামী বছরগুলোতে মিনিসো বাংলাদেশের বাজারের ভবিষ্যৎ নিয়ে আমি অত্যন্ত আশাবাদী। আমরা এ বছরই সানরিওর পণ্য বাজারে আনতে যাচ্ছি।’

শাহ্ রাইদ চৌধুরী মিনিসো বাংলাদেশের ভবিষ্যৎ সম্পর্কে বলেন, ‘মিনিসোর প্রধান কার্যালয়ের দৃষ্টিভঙ্গির সঙ্গে আমাদের চিন্তাভাবনা এক হয়ে গেছে এবং আমরা এখন আরও বড় পরিসরে ভালো মানের দোকান খোলার পরিকল্পনা করছি।’

এবারের মিনিসো সম্মেলনে নতুন প্রজন্মের কাছে সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন মার্কেটিংয়ের গুরুত্ব তুলে ধরা হয় এবং এ ক্ষেত্রে মিনিসো বাংলাদেশের তৎপরতার প্রশংসা করা হয়।

সম্মেলনে মিনিসোর চেয়ারম্যান জ্যাক ইয়ে বলেছেন, ‘গত ১০ বছর আমাদের অসাধারণ সাফল্য ছিল এবং আগামী ১০ বছর আমাদের জন্য আরও অনেক ভালো করতে হবে। ভবিষ্যতে ভালো কিছু করার জন্য আমরা মুখিয়ে আছি। আমাদের লক্ষ্য, মিনিসোকে একটি সুপার ব্র্যান্ডে উন্নীত করা।’

২০১৩ সালে মিনিসো চীন ও জাপানে যাত্রা শুরু কর। এর মালিক চীনা উদ্যোক্তা গুওফু ইয়ে। রপ্তানিমুখী পোশাক খাতের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী ইভিন্স গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান মিনিসো বাংলাদেশ লিমিটেড মিনিসোর অনুমোদিত কান্ট্রি ফ্র্যাঞ্চাইজি।