পটুয়াখালী ও বরিশালে ব্র্যাক ব্যাংকের এজেন্ট সম্মেলন

শনিবার বরিশালের ব্র্যাক লার্নিং সেন্টারে অনুষ্ঠিত ‘এজেন্ট মিট ২০২৫’–এ দক্ষিণাঞ্চলের ছয়টি জেলার ব্র্যাক ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের অংশীদারেরা অংশ নেনছবি: ব্র্যাক ব্যাংকের সৌজন্যে

মাঠপর্যায়ের সম্পৃক্ততা জোরদার ও আর্থিক অন্তর্ভুক্তি ত্বরান্বিত করতে পটুয়াখালী ও বরিশাল অঞ্চলের এজেন্ট সম্মেলন ২০২৫ করেছে ব্র্যাক ব্যাংক।

গত শনিবার বরিশালের ব্র্যাক লার্নিং সেন্টারে এই সম্মেলন হয়। এতে দক্ষিণাঞ্চলের ছয়টি জেলা পটুয়াখালী, বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, ভোলা ও বরগুনা থেকে এজেন্ট ব্যাংকিং অংশীদারেরা অংশ নেন। খবর বিজ্ঞপ্তি

অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও অল্টারনেট ব্যাংকিং চ্যানেলসের প্রধান নাজমুর রহিম, এসএমই ব্যাংকিংয়ের আঞ্চলিক প্রধান মো. নাজমুল হক, মনিটরিংয়ের জ্যেষ্ঠ আঞ্চলিক ব্যবস্থাপক মিজানুর রহমান, বরিশাল শাখার শাখা ব্যবস্থাপক আনোয়ার হোসেন মোল্লা এবং বরিশাল ও খুলনা বিভাগের এজেন্ট ব্যাংকিংয়ের আঞ্চলিক সমন্বয়কারী মো. ফয়সাল ইসলাম উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আলোচিত মূল বিষয়গুলোর মধ্যে ছিল ২০২৪ সালের ব্যবসায়িক কর্মক্ষমতা পর্যালোচনা, ২০২৫ সালের কৌশলগত পরিকল্পনা, টেকসই ব্যাংকিংয়ের রোডম্যাপ তৈরি, ব্যবসায়িক চ্যালেঞ্জ চিহ্নিতকরণ ও ব্যবহারিক সমাধান অন্বেষণ।