ইয়ামাহার নতুন বাইক ‘এফজেডএস ভার্সন-৩.০ ডিলাক্স’ উদ্বোধন করলেন সাকিব

দেশের বাজারে যাত্রা শুরু করল ইয়ামাহার জনপ্রিয় বাইক এফজেডএস ভার্সন-৩.০ ডিলাক্স। ইয়ামাহা মোটরসাইকেলের একমাত্র পরিবেশক ও যৌথ কারিগরি সহযোগী এসিআই মটরস বাংলাদেশে নতুন এই বাইক বাজারে আনার ঘোষণা দেয়।

এ উপলক্ষে গতকাল (১ এপ্রিল) শনিবার বিকেলে রাজধানীর তেজগাঁওয়ের এসিআই সেন্টারে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসিআই মটরস ও ইয়ামাহার পক্ষ থেকে ঊধ্বর্তন কর্মকর্তারা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইয়ামাহার ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এ সময় সাকিব বলেন, ‘যাঁরা বাইক পছন্দ করেন, তাঁদের জন্য ইয়ামাহার এ বাইক সেরা পছন্দ। আমি খুব আনন্দিত, কারণ, এই বাইক প্রথমেই আমি চালাতে পেরেছি। বাইকটির যে তিনটি কালার রয়েছে, সেগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে।’ সাবিক আল হাসান আরও বলেন, ‘ইয়ামাহার অন্য বাইকের মতো এফজেডএস ভার্সন-৩.০ ডিলাক্সও ব্যাপক সাড়া ফেলবে বলে আমার বিশ্বাস। বরাবরের মতো এ বাইক চালকদের জন্য অনেক বেশি নিরাপদও হবে।’

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব জানান, ‘ছোটবেলা থেকেই আমার ইয়ামাহার বাইক পছন্দ। ঢাকা ও মাগুরা মিলে আমার পাঁচ থেকে ছয়টি ইয়ামাহার বাইক রয়েছে। গ্রামের বাড়িতে থাকলে বাইক নিয়ে বন্ধুদের সঙ্গে মাঝেমধ্যে বের হই। আর ঢাকায় জ্যাম থেকে বাঁচতে ইয়ামাহার বাইক চালাতে হয়।’

অনুষ্ঠানে এসিআই মটরস বাংলাদেশের নির্বাহী পরিচালক সুব্রত রঞ্জন দাস বলেন, ‘এটি আমাদের জন্য খুবই আনন্দের যে আমরা বাইকপ্রেমীদের কথা মাথার রেখে এফজেডএস ভার্সন-৩.০-এর ডিলাক্স এডিশনের বাইকটি বাজারে আনতে পারছি। এ বাইক আগের এডিশনের চেয়ে অনেক বেশি আপগ্রেড। বাইকারদের সব চাহিদা পূরণ করবে বাইকটি।’

দেশের বাজারে ইয়ামাহার নতুন বাইক উদ্বোধন করলেন সাকিব আল হাসান।
ছবি: বিজ্ঞপ্তি

সুব্রত রঞ্জন দাস আরও বলেন, সারা দেশে ইয়ামাহার বাইকের সার্ভিস নিয়ে কোনো চালক সমস্যার মুখোমুখি হবেন না। আধুনিক প্রযুক্তি ও সবচেয়ে আধুনিক সুবিধাসম্পন্ন সার্ভিস সেন্টার রয়েছে ইয়ামাহার। সরকার বাইকবান্ধব একটি আইন চালু করার আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, ‘ডলারের দাম বাড়লেও আমাদের বাইকের দাম তেমন একটা বাড়েনি। ১৫০ সিসির মধ্যে ইয়ামাহার এফজেডএস বাইকটি ইতিমধ্যে জনপ্রিয়।’

অনুষ্ঠানে জানানো হয়, বাইকটির দাম ধরা হয়েছে ২ লাখ ৭০ হাজার টাকা। বাইকটি প্রি–বুকিং দিলে ক্রেতারা পাবেন পাঁচ হাজার টাকা ক্যাশব্যাক। ১৫০ সিসি সেগমেন্টের এই বাইকে রয়েছে বিএস-৬ ফুয়েল ইনজেকশন ইঞ্জিন, যা পরিবেশবান্ধব। এ ছাড়া বাইকটিতে রয়েছে এলইডিটেল লাইট, এলইডি ফ্ল্যাশার, সাইড স্ট্যান্ড উইথ ইঞ্জিন কাট অফ সুইচ। আরও রয়েছে এবিএস ব্রেকিং সিস্টেম, যা রাইডারকে দুর্ঘটনা এড়াতে সাহায্য করে।

মেটালিক ব্ল্যাক, মেটালিক গ্রে ও ম্যাজেস্টি রেড—এই তিন আকর্ষণীয় রংয়ে বাইকটি বাজারে পাওয়া যাবে। এ ছাড়া বাইকগুলোর রিম কালারেও রয়েছে বিশেষ বৈচিত্র্য। ডিলাক্স ছাড়াও বিএস-৬ ফুয়েল ইনজেকশন ইঞ্জিনবিশিষ্ট আরও দুটি নতুন রঙের মডেল বাজারে পাওয়া যাবে। তা হলো—ম্যাট রেড ও ডার্ক ম্যাট ব্লু।

উল্লেখ্য, এসিআই লিমিটেডের একটি সহায়ক প্রতিষ্ঠান হিসেবে ২০০৭ সালে যাত্রা শুরু করে এসিআই মটরস। বর্তমানে সারা দেশে ইয়ামাহার ১১০টিরও বেশি থ্রিএস ডিলার পয়েন্ট রয়েছে।