নতুন আটটি নকশার লাগেজ এনেছে আরএফএলের ট্র্যাভেলো

ট্র্যাভেলো ব্র্যান্ডের নতুন আটটি নকশার লাগেজ বাজারজাত উদ্বোধন অনুষ্ঠানে আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আর এন পাল (বাঁ থেকে চতুর্থ)। আজ রোববার ঢাকার বাড্ডায় আরএফএলের প্রধান কার্যালয়েছবি: সংগৃহীত

দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী আরএফএলের লাগেজ ব্র্যান্ড ট্র্যাভেলো ঈদ সামনে রেখে নতুন আট নকশার লাগেজ নিয়ে এসেছে বাজারে। আরএফএলের লাগেজ দেশের চাহিদা মেটানোর পাশাপাশি বিশ্বের ১৬টি দেশে রপ্তানি হচ্ছে।

রাজধানীর বাড্ডায় আরএফএলের প্রধান কার্যালয়ে আজ রোববার নতুন লাগেজগুলোর বিপণন কার্যক্রমের উদ্বোধন করেন আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আর এন পাল।

অনুষ্ঠানে ট্র্যাভেলো লাগেজের হেড অব মার্কেটিং মোহিত চক্রবর্তী ও অ্যাসিস্ট্যান্ট ব্র্যান্ড ম্যানেজার রিফাত হাসান, আরএফএল রিটেইল চেইনের হেড অব মার্কেটিং শফিক শাহীন প্রমুখ উপস্থিত ছিলেন। প্রাণ-আরএফএল গ্রুপের জনসংযোগ বিভাগ এই তথ্য জানায়।

আর এন পাল বলেন, বাংলাদেশে ব্যবহৃত লাগেজের প্রায় ৬০ শতাংশ আমদানিনির্ভর, যার অধিকাংশই চীন থেকে আসে। তা ছাড়া দেশে যেসব লাগেজ তৈরি হয়, তার প্রায় সবটাই বিশ্বের খ্যাতনামা ব্র্যান্ডগুলোর নকল। এ বাস্তবতায় আরএফএল দেশে প্রথম ব্র্যান্ডেড লাগেজের উৎপাদন শুরু করেছে।

আর এন পাল আরও বলেন, ‘শুধু দেশে নয়, বিশ্ববাজারেও ট্র্যাভেলো লাগেজের ব্যাপক চাহিদা রয়েছে। আমাদের লক্ষ্য দেশের চাহিদা মিটিয়ে লাগেজ রপ্তানি করা। ইতিমধ্যে আমরা লাগেজ রপ্তানি শুরু করেছি। বর্তমানে আরএফএলের লাগেজ ভারত, জার্মানি, আমেরিকা, স্পেন, ঘানা ও কানাডাসহ বিশ্বের ১৬টি দেশে রপ্তানি হচ্ছে।’

নরসিংদীর ডাঙ্গা ইন্ডাস্ট্রিয়াল পার্কের আরএফএল ইলেকট্রনিকসের নিজস্ব কারখানায় ট্র্যাভেলো লাগেজ উৎপাদিত হচ্ছে। বর্তমানে বাজারে দুই শ্রেণিতে প্রায় ৭০টি নকশার ট্র্যাভেলো লাগেজ পাওয়া যাচ্ছে। এসব লাগেজের মূল্য ৭৫০ টাকা থেকে শুরু করে ৫ হাজার ৮০০ টাকা।

আরএফএল ইলেকট্রনিকসের নির্বাহী পরিচালক নুর আলম বলেন, ‘সাধারণত ক্রেতারা লাগেজ কেনার সময় তিনটি বিষয় বিবেচনায় নিয়ে থাকে। এগুলো হলো লাগেজের নকশা, সহজে ব্যবহার করার সুবিধা ও নিরাপত্তা। আমরা ট্র্যাভেলো লাগেজ তৈরির সময় বিষয়গুলো মাথায় রেখে কাজ করেছি। এর ফলে আমরা অল্প সময়ে দেশের বাজারে ব্যাপক সাড়া পেয়েছি।’