তফসিলি ব্যাংকের কর্মকর্তাদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা
বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে গতকাল সোমবার ‘গ্রানুলার ডেটা কালেকশন অ্যান্ড অ্যানালাইসিস’ শীর্ষক একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ডিপোজিট ইনস্যুরেন্স ডিপার্টমেন্টের আয়োজনে তফসিলি ব্যাংকের কর্মকর্তাদের জন্য অর্ধদিবসের এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় ৩১টি তফসিলি ব্যাংকের বিভিন্ন স্তরের ৬২ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।
কর্মশালা উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক কাকলী জাহান আহমেদ। উদ্বোধনী বক্তব্যে কাকলী জাহান আহমেদ বাংলাদেশের ব্যাংকিং খাতের আমানতকারীদের স্বার্থ সুরক্ষায় তথ্য ও উপাত্তের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
কর্মশালায় মূল অধিবেশন পরিচালনা করেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক নূরে আসমা নাদিয়া এবং যুগ্ম পরিচালক জি এম আবদুল্লাহ্ ছালেহীন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুগ্ম পরিচালক তানিয়া সুলতানা। সবশেষে প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করেন অংশগ্রহণকারী কর্মকর্তারা।