পাবলিক সেক্টর অ্যাডভাইজরি গ্রুপের চেয়ারম্যান হলেন আব্দুর রহমান খান

আব্দুর রহমান খান

আব্দুর রহমান খান, এফসিএমএ পাবলিক সেক্টর অ্যাডভাইজরি গ্রুপের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন। দ্য কনফেডারেশন অব এশিয়ান প্যাসিফিক অ্যাকাউন্ট্যান্টস আব্দুর রহমান খানকে এ নিয়োগ দিয়েছে। তিনি আইসিএমএবির সদ্য সাবেক সভাপতি।

ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই গুরুত্বপূর্ণ নিয়োগের মধ্য দিয়ে হিসাববিজ্ঞান ও সরকারি খাতের আর্থিক ব্যবস্থাপনায় আব্দুর রহমান খানের দক্ষতা ও নেতৃস্থানীয় ভূমিকার স্বীকৃতি দেওয়া হলো। সংগঠন হিসেবে আইসিএমএবির জন্যও এটি গুরুত্বপূর্ণ।

সরকারি খাতের আর্থিক ব্যবস্থাপনাসহ সামগ্রিকভাবে বৈশ্বিক হিসাববিজ্ঞানের উন্নয়নে আইসিএমএবি যে ভূমিকা পালনে অঙ্গীকারবদ্ধ, এই নিয়োগ তার স্বীকৃতি।

নতুন এই ভূমিকায় আব্দুর রহমান খান বিশ্বের হিসাববিদদের সংগঠনের নেতৃত্বের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কাজ করবেন। তাঁর নেতৃত্বে পাবলিক সেক্টর অ্যাডভাইজরি গ্রুপে বিশ্বের বিভিন্ন দেশের হিসাববিদদের বিখ্যাত সংগঠন, যেমন সিএ এএনজেড-অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড, আইসিএআই-ইন্ডিয়া, আইসিএআই-সিএমএ-ইন্ডিয়া, এমওএনআইসিপিএ-মঙ্গোলিয়া, আইসিএমএপি-পাকিস্তান, এসিসিএ-যুক্তরাজ্য, আইসিএইডব্লিই-যুক্তরাজ্যের সদস্যরা কাজ করবেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সামগ্রিকভাবে হিসাববিজ্ঞানের মানোন্নয়নসহ সরকারি আর্থিক ব্যবস্থাপনার স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে কাজ করবেন আব্দুর রহমান খান।
এ নিয়োগকে গৌরবজনক আখ্যা দিয়ে আইসিএমএবি আব্দুর রহমান খানকে অভিনন্দন জানিয়েছে।