৮ কোটি টাকার বিনিয়োগ পেল ‘মেডইজি’

আন্তর্জাতিক ও বাংলাদেশি বিনিয়োগ (ভেঞ্চার ক্যাপিটাল) প্রতিষ্ঠানের কাছ থেকে আট কোটি টাকার বিনিয়োগ পেল দেশের জনপ্রিয় অনলাইন ফার্মেসি মেডইজি। মেডইজির সিড রাউন্ডে অংশগ্রহণ করেছে সিডস্টারস ইন্টারন্যাশনাল ভেঞ্চারস, দোহা টেক অ্যাঞ্জেলস, একসেলারেটিং এশিয়া, এন ভেঞ্চারসসহ আরও কিছু বিদেশি বিনিয়োগকারী। এ ছাড়া সরকারি মালিকানাধীন ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানি স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডও বিনিয়োগ করেছে।

বাংলাদেশের তিন কোটির বেশি মানুষ ডায়াবেটিস, হৃদ্‌রোগসহ অন্যান্য দীর্ঘস্থায়ী রোগে আক্রান্ত। মেডইজির লক্ষ্য হচ্ছে, এ দীর্ঘস্থায়ী রোগে আক্রান্ত রোগীদের জীবন সহজ করা। মেডইজি প্রাথমিকভাবে গ্রাহকদের কাছে নির্ভরযোগ্য ও মানসম্মত ওষুধ সরবরাহ করছে, যা সরাসরি ফার্মাসিউটিক্যাল কোম্পানি থেকে সংগৃহীত। প্রতিষ্ঠার তিন বছরের মধ্যে মেডইজি সফলভাবে দেড় লাখের বেশি ব্যবহারকারীর আস্থা অর্জন করেছে। ব্যবহারকারীরা খুব সহজেই মেডইজি অ্যাপ, ওয়েবসাইট ও ফেসবুক পেজের মাধ্যমে সেবা নিতে পারেন।

মেডইজির সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা আরেফিন জামান বলেন, ‘তথ্যপ্রযুক্তি ব্যবহার করে গ্রাহকদের জন্য মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করাটাই মেডইজির লক্ষ্য। মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার জন্য আমাদের যে নিরলস প্রচেষ্টা, এই বিনিয়োগ তার একটি স্বীকৃতি। এর মাধ্যমে আমাদের সেবাকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে পারব। এ পর্বে আন্তর্জাতিক ও স্থানীয়—উভয় বিনিয়োগকারী পেয়ে আমরা আনন্দিত। তাদের বিনিয়োগ ও সমর্থন আমাদের ক্রমবিকাশে এবং গ্রাহকদের অভিজ্ঞতা উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমাদের ভবিষ্যৎ পরিকল্পনার মধ্যে রয়েছে সেবার পরিধি বৃদ্ধি, সাবস্ক্রিপশনভিত্তিক সেবা প্রদান, ডিজিটাল পর্যবেক্ষণব্যবস্থা ও অ্যাপয়েন্টমেন্ট-বুকিং মার্কেটপ্লেস সেবা চালু করা।’

সুইজারল্যান্ডভিত্তিক বিনিয়োগকারী প্রতিষ্ঠান সিডস্টারস ইন্টারন্যাশনাল ভেঞ্চারসের জেনারেল পার্টনার প্যাট্রিসিয়া বলেন, ‘বাংলাদেশের ইউনিক চ্যালেঞ্জ মোকাবিলার জন্য মেডইজির উদ্ভাবনী চিন্তা আমাদের দৃষ্টি আকর্ষণ করেছে। তারা শুধু বাংলাদেশের স্বাস্থ্যসেবার প্রক্রিয়াকে ডিজিটাইজ করছে না, বরং প্রায় উপেক্ষিত একটি জনসংখ্যার জন্য স্বাস্থ্যসেবার অভিজ্ঞতাকে পুনর্নির্মাণ করছে। বাংলাদেশে দীর্ঘস্থায়ী রোগে আক্রান্ত রোগীদের কিছু নির্দিষ্ট চাহিদা রয়েছে এবং মেডইজির প্রযুক্তিভিত্তিক সমাধান, যা তাদেরকে সবার থেকে আলাদা করেছে।’ বিজ্ঞপ্তি