হকি চ্যাম্পিয়নস ট্রফির গ্যালারি রাঙাল এশিয়ান পেইন্টস
দেশে এই প্রথম আয়োজিত হয়েছে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক হকি টুর্নামেন্ট। গত ২৮ অক্টোবর শুরু হওয়া টুর্নামেন্টটির ফাইনাল অনুষ্ঠিত হয় ১৭ নভেম্বর। টানা ৩৪টি ম্যাচের হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ফাইনাল ম্যাচে অংশ নেয় একমি চট্টগ্রাম ও মোনার্ক মার্ট পদ্মা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল ও হকি ফেডারেশনের সভাপতি শেখ আব্দুল হান্নান। বিশেষ অতিথি ছিলেন বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান ও এইসের প্রধান পৃষ্ঠপোষক সাফওয়ান সোবহান ও এশিয়ান পেইন্টস বাংলাদেশ লিমিটেডের এ দেশীয় প্রধান (কান্ট্রি হেড) বুধাদিত্য মুখার্জি।
হকি টুর্নামেন্টকে আরও রঙিন করতে এশিয়ান পেইন্টস ও স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানি এইসের চুক্তি হয়। মওলানা ভাসানী স্টেডিয়ামে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে আরম্ভ হওয়া এই প্রতিযোগিতার শুরু থেকেই এশিয়ান পেইন্টস বাংলাদেশ লিমিটেড পেইন্ট পার্টনার হিসেবে আছে। হকি টুর্নামেন্টকে দর্শকের কাছে আরও রঙিন ও আকর্ষণীয় করে গড়ে তুলতে এশিয়ান পেইন্টস বাংলাদেশ এইসের সঙ্গে কাজ করেছে। দর্শকদের রঙিন গ্যালারির হকি স্টেডিয়াম উপহার দিতে পেরে এশিয়ান পেইন্টস কর্তৃপক্ষ অত্যন্ত আনন্দিত।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বহুজাতিক কোম্পানি এশিয়ান পেইন্টস সব সময়ই উদ্ভাবন ও অনুপ্রেরণায় বিশ্বাসী। ১৯৪২ সাল থেকে ৮০ বছরের বেশি সময় ধরে এবং ১৬ টির বেশি দেশে সুনামের সঙ্গে নিজস্ব পণ্য ও সেবা দিয়ে ক্রেতাদের চাহিদা ও সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। বাংলাদেশে উন্নত মানের ডেকোরেটিভ ইন্টেরিয়র–এক্সটেরিয়র পণ্যসহ পানিরোধী পণ্যের মানদণ্ডে ভোক্তার চাহিদা প্রতিনিয়ত পূরণ করে আসছে এ কোম্পানি।
মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়াম থেকে হকির সব ম্যাচ সরাসরি সম্প্রচার করেছে বেসরকারি স্যাটেলাইট চ্যানেল টি-স্পোর্টস।