রাজধানীতে বসছে ওয়ালটনের শিল্প মেলা

দেশে প্রথমবারের মতো একক আন্তর্জাতিক শিল্প মেলার আয়োজন করেছে ইলেকট্রনিকস পণ্য উৎপাদন প্রতিষ্ঠান ওয়ালটন।

রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সেন্টার বসুন্ধরা হল-১–এ ১০ আগস্ট এই মেলা শুরু হবে। চলবে ১২ আগস্ট পর্যন্ত।

‘ইন্টারন্যাশনাল অ্যাডভান্সড কম্পোনেন্টস অ্যান্ড টেকনোলজি এক্সপো-২০২৩’ শীর্ষক এই মেলায় অংশগ্রহণ করতে আগ্রহী শিল্পোদ্যোক্তা, ক্রেতা ও দর্শনার্থীদের জন্য চলছে রেজিস্ট্রেশন কার্যক্রম। আগ্রহী ব্যক্তিরা https://ats.waltonbd.com ওয়েব পেজে গিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ওয়ালটন দেশে সর্বাধুনিক প্রযুক্তি ও ফিচারের ব্যাপক বিদ্যুৎ সাশ্রয়ী ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিকস ও প্রযুক্তিপণ্য উৎপাদন করছে। এসব পণ্যের আনুষঙ্গিক যন্ত্রাংশের পাশাপাশি পিসিবি, মাদারবোর্ড, মোল্ড অ্যান্ড ডাই, নাট-বোল্ট, স্ক্রুসহ ৫০ হাজারেরও বেশি ইন্ডাস্ট্রিয়াল ম্যাটেরিয়ালস ও কম্পোনেন্টস উৎপাদন করছে কোম্পানিটি। এগুলোর অধিকাংশই প্রায় সব প্রকার শিল্প প্রতিষ্ঠানে বিভিন্ন ধাপে ব্যবহৃত হচ্ছে। ইতিমধ্যে বিশ্বের বিভিন্ন দেশেও এসব পণ্য রপ্তানি করছে ওয়ালটন।

মেলা আয়োজন প্রসঙ্গে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও গোলাম মুর্শেদ বলেন, এর মূল উদ্দেশ্য হচ্ছে দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠানগুলোকে আমদানি বিকল্প গুণগতমানের কম্পোনেন্টস, ইন্ডাস্ট্রিয়াল ম্যাটেরিয়ালস ও টেস্টিং সলিউশনস দেওয়ার মাধ্যমে দেশীয় শিল্পের ক্ষমতায়ন বৃদ্ধি। একই সঙ্গে শিল্প খাতের প্রবৃদ্ধি শক্তিশালী করা, দেশের আমদানি নির্ভরতা কমিয়ে দেশের বিলিয়ন বিলিয়ন ডলারের বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের পাশাপাশি রপ্তানি আয় বৃদ্ধির মাধ্যমে বৈদেশিক মুদ্রার রিজার্ভকে আরও সুসংহত করা।

গোলাম মুর্শেদ বলেন, দেশি-বিদেশি ক্রেতাদের দৃষ্টি আকর্ষণে এখন থেকে প্রতিবছর এই মেলার আয়োজন করা হবে। দেশের বাইরেও এ ধরনের প্রদর্শনী আয়োজনের পরিকল্পনা রয়েছে।