২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

চট্টগ্রামে ডিবিএল সিরামিকসের বিক্রয়কেন্দ্র উদ্বোধন

দেশের অবকাঠামোগত উন্নয়ন ত্বরান্বিত হচ্ছে। ক্রমবর্ধমান প্রবৃদ্ধির পাশাপাশি দেশের মানুষের চাহিদা, আগ্রহ ও পছন্দে এসেছে ব্যাপক পরিবর্তন ও বৈচিত্র্য, যা যার প্রতিফলন দেখা যাচ্ছে গুণগত মান আর নান্দনিক ডিজাইনের টাইলসের চাহিদায়ও।

দেশের অন্যতম সিরামিক টাইলস ব্র্যান্ড হিসেবে ডিবিএল সিরামিকস ইতিমধ্যে গ্রাহকদের আস্থা অর্জন করেছে। এবার চট্টগ্রামের ক্রেতাদের কাছে বিশ্বমানের টাইলস পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি নিয়ে এবং পণ্যের বৈচিত্র্য, মান ও গ্রাহকদের নিত্যনতুন ও আধুনিক পণ্য ব্যবহারের অভিজ্ঞতায় সমৃদ্ধ করতে চালু হলো ডিবিএল সিরামিকসের বিক্রয়কেন্দ্র।

সম্প্রতি বন্দরনগরী চট্টগ্রামের সিজিকেএস মার্কেট, এম এ আজিজ স্টেডিয়ামের দ্বিতীয় ও তৃতীয় তলায় ডিবিএল সিরামিকসের এই বিক্রয়কেন্দ্র উদ্বোধন করেন ডিবিএল গ্রুপের চেয়ারম্যান আবদুল ওয়াহেদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিবিএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম এ জব্বার, ভাইস চেয়ারম্যান এম এ রহিম, উপব্যবস্থাপনা পরিচালক এম এ কাদের, মহাব্যবস্থাপক মোহাম্মদ বায়েজিদ বাশার ও ডিবিএল সিরামিকসের পণ্যদূত ক্রিকেটার সাকিব আল হাসান, ডিবিএল সিরামিকসের বিক্রয় বিভাগের প্রধান এম আবু হাসিবসহ আমন্ত্রিত অতিথিরা।

সাকিব আল হাসান বলেন, ‘ডিবিএল সিরামিকসের অত্যাধুনিক স্টাইল, আন্তর্জাতিক গুণমান ও মনকাড়া ডিজাইন আমাকে মুগ্ধ করেছে। আমি আশাবাদী, চট্টগ্রামে আমরা আমাদের ক্রেতাদের একটি বিস্ময়কর অভিজ্ঞতা দিতে সক্ষম হব।’

ডিবিএল গ্রুপের চেয়ারম্যান আবদুল ওয়াহেদ বলেন, ‘ডিবিএল সিরামিকসের স্টাইল, গুণমান, উন্নত প্রযুক্তি ও নির্ভরযোগ্য পারফরম্যান্স মানুষের আস্থা অর্জন করেছে। আমরা বিশ্বাস করি, এই আস্থা আমাদের সাহস ও শক্তি জোগাবে, এই প্রেরণায় আমরা সব মাইলফলক অর্জন করতে পারব।’