ডিজিটাল বাংলাদেশ পুরস্কার পেল পোশাকশিল্পের উর্মি গ্রুপ

ডিজিটাল বাংলাদেশ পুরস্কার নিচ্ছেন উর্মি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আসিফ আশরাফ ও পরিচালক মীর আশরুফুল হোসেন। গত সোমবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি)ছবি: উর্মি গ্রুপের সৌজন্যে

রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানায় সর্বাধুনিক প্রযুক্তির ব্যবহারের স্বীকৃতি হিসাবে চলতি বছর ডিজিটাল বাংলাদেশ পুরস্কার পেয়েছে উর্মি গ্রুপ। জাতীয় পর্যায়ে বেসরকারি খাতের শ্রেষ্ঠ কারিগরি দল হিসেবে প্রতিষ্ঠানটিকে এই পুরস্কার দেওয়া হয়।

ডিজিটাল বাংলাদেশ দিবস–২০২২ উদ্‌যাপন উপলক্ষে গত সোমবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) আয়োজিত এক অনুষ্ঠানে এ পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগ এ অনুষ্ঠানের আয়োজন করে।

উর্মি গ্রুপের পক্ষে পুরস্কার গ্রহণ করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক  আসিফ আশরাফ ও পরিচালক মীর আশরুফুল হোসেন।

প্রতিষ্ঠানটি জানায়, রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানায় উৎপাদন, ইনভেন্ট্রি, গুদাম (ওয়্যারহাউস), বিতরণ ও সরবরাহ ব্যবস্থাপনায় সর্বাধুনিক প্রযুক্তির রেডিও ফ্রিকোয়েন্সি আইডেনটিফিকেশনের (আরএফআইডি) সফল বাস্তবায়ন করেছে তারা। এ কাজের স্বীকৃতি হিসেবেই ডিজিটাল বাংলাদেশ পুরস্কার পেয়েছে উর্মি গ্রুপ।