‘এশিয়া ওয়ান’ এর পুরস্কার পেলেন প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান
দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এইচ বি এম ইকবালকে ‘বাংলাদেশের বেস্ট ব্যাংক চেয়ারম্যান ২০২২’ অ্যাওয়ার্ডে ভূষিত করেছে সিঙ্গাপুরভিত্তিক ম্যাগাজিন ‘এশিয়া ওয়ান’। একই সঙ্গে প্রিমিয়ার ব্যাংক লিমিটেডকে ব্যাংকিং খাতে বিশেষ অবদানের জন্য ‘বাংলাদেশের বেস্ট ব্যাংক ২০২২’ হিসেবে স্বীকৃতি দিয়েছে।
প্রিমিয়ার ব্যাংকের বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত সোমবার রাতে দুবাইয়ের ম্যারিওট মারকুইস হোটেলে ২০তম এশিয়া-আফ্রিকা বিজনেস অ্যান্ড সোশ্যাল ফোরাম শিরোনামে আয়োজিত এশিয়া ওয়ানের এবারের আসরে আনুষ্ঠানিকভাবে ‘বাংলাদেশের বেস্ট ব্যাংক চেয়ারম্যান ২০২২’ অ্যাওয়ার্ড গ্রহণ করেন এইচ বি এম ইকবাল। ব্যাংকের ভাইস চেয়ারম্যান মইন ইকবাল এ সময় ব্যাংকের পক্ষ থেকে ‘বাংলাদেশের বেস্ট ব্যাংক ২০২২’ পদক গ্রহণ করেন।
উল্লেখ্য, এশিয়া ওয়ান ম্যাগাজিন ও ইউনাইটেড রিসার্চ সার্ভিস (ইউআরএস) আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে বিশ্বের বিভিন্ন প্রান্তে সফল ব্যাংকগুলোর আর্থিক প্রতিবেদনের তথ্য–উপাত্ত সংগ্রহ করে গভীর পর্যালোচনার ভিত্তিতে সেরাদের সম্মাননা দিয়ে যাচ্ছে। বিজ্ঞপ্তি।