শিল্প মন্ত্রণালয়ের উৎপাদনশীলতা ও মান পুরস্কার পেয়েছে শেলটেক সিরামিকস

গতকাল শনিবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন শেলটেক সিরামিকসের চেয়ারম্যান তানভীর আহমেদের হাতে এনপিও ট্রফি ও সনদ তুলে দেন।
সংগৃহীত

শিল্প মন্ত্রণালয়ের উৎপাদনশীলতা পুরস্কার পেয়েছে শেলটেক সিরামিকস। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন ন্যাশনাল প্রোডাক্টিভিটি অর্গানাইজেশন (এনপিও) আয়োজিত জাতীয় উৎপাদনশীলতা ও মান শ্রেষ্ঠতা পুরস্কার-২০২১ পুরস্কার প্রদান অনুষ্ঠানে বৃহৎ শিল্প ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন (১ম স্থান) হয়েছে শেলটেক সিরামিকস।

গতকাল শনিবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ন্যাশনাল প্রোডাক্টিভিটি অ্যান্ড কোয়ালিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড অনুষ্ঠানে প্রধান অতিথি শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, শিল্পসচিব জাকিয়া সুলতানা ও এফবিসিসিআইয়ের সিনিয়র সহসভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু শেলটেক সিরামিকসের চেয়ারম্যান তানভীর আহমেদের হাতে এনপিও ট্রফি ও সনদ তুলে দেন।

শেলটেক সিরামিকসের চেয়ারম্যান তানভীর আহমেদ বলেন, ‘এই স্বীকৃতি পণ্যের উৎপাদনশীলতায় সর্বোচ্চ মান ও ব্যবস্থাপনার প্রতি শেলটেক সিরামিকসের দৃঢ় অঙ্গীকারের প্রতিফলন। এ অর্জন আগামী দিনেও আমরা ধরে রাখতে পারব বলে আশা করছি।’

তানভীর আহমেদ আরও বলেন, শেলটেক সিরামিকস লিমিটেড খুবই স্বল্প সময়ের মধ্যে দেশের অন্যতম শীর্ষস্থানীয় টাইলস প্রস্তুতকারকদের তালিকায় স্থান করে নিয়েছে। শেলটেক গ্রুপ দেশের আর্থসামাজিক উন্নয়নের পাশাপাশি নতুন পণ্যের স্থানীয় ও আন্তর্জাতিক বাজার তৈরি ও কর্মসংস্থান সৃষ্টিতে আগামী দিনেও দেশ ও মানুষের জন্য কাজ করে যাবে।