ঈদ উপলক্ষে ওয়ালটনের বিদ্যুৎ–সাশ্রয়ী ও পরিবেশবান্ধব পণ্য উন্মোচন
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ক্রেতাদের জন্য বিশেষ চমক হিসেবে সর্বাধুনিক প্রযুক্তি ও ফিচারের বিদ্যুৎ–সাশ্রয়ী নতুন মডেলের পণ্য উন্মোচন করেছে দেশের ইলেকট্রনিকস জায়ান্ট ওয়ালটন। এগুলোর মধ্যে রয়েছে ইনভার্টার প্রযুক্তির মাল্টি-কালার ডিজাইনের সাইড বাই সাইড রেফ্রিজারেটর, ইউরোপিয়ান ডিজাইনের কম্বি মডেলের রেফ্রিজারেটর, ভার্টিক্যাল ফ্রিজার, চকলেট কুলারসহ মোট সাতটি মডেলের ফ্রিজ। এ ছাড়া আছে সোলার হাইব্রিড প্রযুক্তির স্প্লিট টাইপ এসি, ৪ ও ৫ টনের সিলিং এবং ক্যাসেট টাইপ লাইট কমার্শিয়াল এসি, ৬৫ ইঞ্চির ওএলইডি টিভি, ওয়াশিং মেশিন ও বিএলডিসি প্রযুক্তির ফ্যান।
১৬ মে সকালে রাজধানীর বসুন্ধরায় ওয়ালটন করপোরেট অফিসের কনফারেন্স হলে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে নতুন মডেলের পণ্য উন্মোচন করেন ওয়ালটন প্লাজার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রায়হান। অনুষ্ঠানে সারা দেশে একযোগে চলমান ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২০-এর ‘ননস্টপ মিলিয়নিয়ার’ অফারের বর্ণাঢ্য র্যালি উদ্বোধন করা হয়।
নতুন মডেলের পণ্য উন্মোচন অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটন হাইটেকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মেজর জেনারেল (অব.) ইবনে ফজল শায়েখুজ্জামান, উপব্যবস্থাপনা পরিচালক মো. ইউসুফ আলী, জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক ও চিফ মার্কেটিং অফিসার দিদারুল আলম খান প্রমুখ।
এ ছাড়া ভার্চ্যুয়াল মাধ্যমে সারা দেশ থেকে ওয়ালটন প্লাজার ব্যবস্থাপক ও পরিবেশকেরা অনুষ্ঠানে যোগ দেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চিত্রনায়ক ও ওয়ালটনের জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক আমিন খান।