সেরা ফার্নিচার নির্মাতা প্রতিষ্ঠান হিসেবে আবারও পুরস্কার পেল নাভানা

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৮তম আসরে দ্বিতীয় সেরা ফার্নিচার নির্মাতা প্রতিষ্ঠান হিসেবে পুরস্কার পেয়েছে নাভানা ফার্নিচার লিমিটেড। মাসব্যাপী চলা এই মেলা গত ২০ ফেব্রুয়ারি রাত নয়টায় আনুষ্ঠানিকভাবে শেষ হয়।

আকর্ষণীয় প্যাভিলিয়ন, নতুন পণ্য ও সেবার মাধ্যমে গ্রাহকদের প্রশংসা অর্জন এবং মেলার সার্বিক সাফল্যে গুরুত্বপূর্ণ অবদান রাখায় নাভানা ফার্নিচারকে পুরস্কৃত করেছে মেলা আয়োজনকারী সংস্থা বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম (টিটু)। বিশেষ অতিথি ছিলেন এফবিসিসিআইয়ের সভাপতি মাহবুবুল আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ। স্বাগত বক্তব্য দেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান এ এইচ এম আহসান।

নাভানা গ্রুপের একটি অঙ্গপ্রতিষ্ঠান নাভানা ফার্নিচার। ফার্নিচারের নকশায় নতুনত্ব ও গ্রাহকদের নান্দনিক আসবাব সরবরাহের লক্ষ্যে ২০০২ সালে যাত্রা শুরু করেছে ব্র্যান্ডটি। আধুনিক জীবনযাপনের সঙ্গে মিলিয়ে দৈনন্দিন জীবনে ব্যবহার্য পণ্যের নকশায় নতুনত্ব নিয়ে আসাই নাভানা ফার্নিচারের মূল লক্ষ্য।

নাভানা ফার্নিচারের প্রধান পরিচালন কর্মকর্তা ইয়ামিন রিখু বলেন, ‘নাভানা ফার্নিচারের ডিজাইনগুলো ইউনিক। নাভানার নিজস্ব আর্কিটেক্ট ও ইঞ্জিনিয়ারদের সমন্বয়ে একটি প্রতিষ্ঠিত ডিজাইন ও আরএনডি টিম আছে। এ বৈচিত্র্যময় ডিজাইন হচ্ছে নাভানার সবচেয়ে বড় বৈশিষ্ট্য। নাভানা ফার্নিচারের প্রতিটি স্তরে কোয়ালিটি কন্ট্রোল এবং গুণগত মান নিশ্চিত করার কারণে ফার্নিচার অনেক দিন টেকসই হয়। এ দুটো কারণে অন্যান্য ব্র্যান্ডের চেয়ে নাভানা ফার্নিচারের প্রতি ক্রেতাদের আগ্রহ অনেক বেশি এবং এবারের মেলায় ক্রেতাসমাগম ছিল ব্যাপক। বিক্রিও হয়েছে আশাতীত। ফার্নিচার নির্মাতা প্রতিষ্ঠান হিসেবে পুরস্কার প্রাপ্তিতে গ্রাহকদের প্রতি নাভানার দায়িত্ব আরও বহুগুণ বেড়ে গেল।’

ইয়ামিন রিখু আরও বলেন, বাণিজ্য মেলা সব প্রতিষ্ঠানের নতুন পণ্য ও সেবা প্রদর্শনের একটি আদর্শ স্থান। ক্রেতারা বাণিজ্য মেলায় আসেন নতুন নতুন পণ্য ও সেবার খোঁজে। সেদিক থেকে নাভানা এবার ছিল ব্যতিক্রম। নতুন পণ্যের সমাহারের কারণে নাভানার প্যাভিলিয়ন ছিল মেলার অন্যতম সেরা আকর্ষণ।

পরপর তিনবার পুরস্কার প্রাপ্তি উপলক্ষে এবং ক্রেতাদের চাহিদা ও ক্রয়-সুবিধার্থে নাভানা ফার্নিচার তাদের চলমান নতুন বছরের ক্যাম্পেইনের মেয়াদ ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়িয়েছে।