এ ছাড়া এজিএমে গত জুনে সমাপ্ত আর্থিক বছরের বার্ষিক ও আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয়। কোম্পানির চেয়ারপারসন শাহনাজ রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এজিএম পরিচালনা করেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সিমিন রহমান।
সভায় আরও উপস্থিত ছিলেন কোম্পানির শেয়ারহোল্ডার পরিচালক আরশাদ ওয়ালিউর রহমান, শাযরেহ্ হক, সাইফুর রহমান, আতিকুর রহমান ও শামসুর রহমান।
এ ছাড়া স্বতন্ত্র পরিচালক মো. হাবিবুর রহমান মোল্লাহ্, প্রধান পরিচালন কর্মকর্তা আরশাদ হক, প্রধান অর্থ কর্মকর্তা মোহাম্মদ সাকিল চৌধুরী, কোম্পানি সচিব মোহাম্মদ রুহান মিঞাসহ সাধারণ উল্লেখযোগ্য সংখ্যক শেয়ারধারীরাও সভায় অংশ নেন। বিডি ল্যাম্পস হচ্ছে স্মার্ট এলইডি বাল্ব, টিউবলাইটসহ ট্রান্সটেক লাইটিং পণ্যের অনুমোদিত প্রস্তুতকারক ও পরিবেশক। বিজ্ঞপ্তি