এমপ্লয়মেন্ট ক্যাটালিস্টের পুরস্কার পেল পাঠাও

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে এ বিষয়ে সরকারি স্বীকৃতি এমপ্লয়মেন্ট ক্যাটালিস্ট অ্যাওয়ার্ড গ্রহণ করেন পাঠাওয়ের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফাহিম আহমেদ।ছবি: পাঠাও

বাংলাদেশে কর্মসংস্থান সৃষ্টিতে অসামান্য অবদান রাখায় এমপ্লয়মেন্ট ক্যাটালিস্টের স্বীকৃতি পেয়েছে ডিজিটাল সার্ভিস কোম্পানি পাঠাও।

রাজধানীর হোটেল ইন্টারকনটিনেন্টালে গতকাল শনিবার আয়োজিত ‘বাংলাদেশ স্টার্টআপ সামিট–২০২৩’ অনুষ্ঠানে পাঠাওকে আনুষ্ঠানিকভাবে এই স্বীকৃতি দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে এ বিষয়ে সরকারি স্বীকৃতি এমপ্লয়মেন্ট ক্যাটালিস্ট অ্যাওয়ার্ড গ্রহণ করেন পাঠাওয়ের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফাহিম আহমেদ।

পাঠাও এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানিয়েছে। এতে দাবি করা হয়, বাংলাদেশের অন্যতম বৃহত্তম রাইড শেয়ারিং; ফুড ডেলিভারি ও ই-কমার্স লজিস্টিকস ব্যবসায় পাঠাও ২০১৫ সাল থেকে এখন পর্যন্ত বাংলাদেশে পাঁচ লাখের বেশি মানুষের কর্মসংস্থান তৈরি করেছে।

ফাহিম আহমেদ বলেন, ‘প্রযুক্তি ও উদ্ভাবনে দেশীয় চ্যাম্পিয়ন পাঠাও বাংলাদেশের তরুণদের কর্মসংস্থান তৈরিতে কাজ করে যাচ্ছে। জীবনমান উন্নত করার লক্ষ্যে যাঁরা কাজ করতে প্রস্তুত, তাঁদের ক্ষমতায়নে আমাদের নিরলস প্রচেষ্টার স্বীকৃতি হিসেবে এই পুরস্কার পেয়ে আমরা গর্বিত।’

নেপাল ও বাংলাদেশে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার মাধ্যমে পাঠাও এক কোটির বেশি ভোক্তা, দৈনিক উপার্জনকারী ও ছোট ব্যবসাকে সেবা দিয়ে আসছে।