চোখের চিকিৎসার সর্বাধুনিক লেন্স নিয়ে এল ইউনিহেলথ

বাংলাদেশের বাজারে বিশ্বখ্যাত প্রতিষ্ঠান জনসন অ্যান্ড জনসন ভিশনের ‘টেকনিস আইহেন্স আইওএল’ লেন্স নিয়ে এল ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালস লিমিটেড। চোখে ছানিপড়া রোগীদের দৃষ্টিশক্তি ফিরিয়ে আনতে কার্যকর হবে সর্বাধুনিক প্রযুক্তির এই লেন্সটি।

দেশবরেণ্য চক্ষুবিশেষজ্ঞদের উপস্থিতিতে সম্প্রতি ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলের বলরুমে একটি সায়েন্টিফিক সেমিনারের আয়োজন করে প্রতিষ্ঠানটি। সেমিনারে নিজস্ব উৎপাদনে চোখের বিভিন্ন রোগের ওষুধ বাজারে নিয়ে আসার ব্যাপারেও জানানো হয়।

সেমিনারে সর্বাধুনিক প্রযুক্তির ‘টেকনিস আইহেন্স আইওএল’ লেন্সটির বিষয়ে নিবন্ধ পাঠ করেন হারুন আই ফাউন্ডেশন হাসপাতালের চিকিৎসক, চক্ষুবিশেষজ্ঞ ডা. মো. আবদুর রাকিব, বাংলাদেশ আই হসপিটাল অ্যান্ড ইনস্টিটিউটের ফ্যাকো ও গ্লুকোমা বিশেষজ্ঞ ডা. এম নজরুল ইসলাম এবং শংকর নেত্রালয়, চেন্নাই, ভারতের সিনিয়র কনসালট্যান্ট ডা. ভিনিত রাতরা।

অনুষ্ঠানে ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এম মোসাদ্দেক হোসেন বলেন, ‘এই সায়েন্টিফিক সেমিনারের মাধ্যমে বাংলাদেশের চক্ষুবিশেষজ্ঞ ডাক্তার এবং ক্যাটারেক্ট সার্জনরা উপকৃত হবেন।’