কুড়কুড়ের নতুন প্রচারণায় কেএফসিতে ভোক্তাদের ভিড়

  • ভোক্তারা কুড়কুড়ে চিপসের খালি প্যাকেট জমা দিলে পাবেন ১৫৯* টাকা মূল্যের কেএফসি হট অ্যান্ড ক্রিসপি ফ্রাইড চিকেন

  • এই অফারটি শুধু কুড়কুড়ের ১০ ও ২৫ টাকার প্যাকেট এবং যেকোনো কেএফসি আউটলেটের ক্ষেত্রে প্রযোজ্য

কুড়কুড়ে চিপসের খালি প্যাকেট জমা দিয়ে কেএফসির বিক্রয়কেন্দ্রে হট অ্যান্ড ক্রিসপি চিকেন কিনতে ভোক্তাদের ভিড়ছবি: সংগৃহীত

কুড়কুড়ে এবং কেএফসি বাংলাদেশ যৌথভাবে আবারও নিয়ে এসেছে নতুন ও ভিন্নধর্মী একটি প্রচারণা বা ক্যাম্পেইন। এর আওতায় ভোক্তারা কুড়কুড়ে চিপস কিনলে পাবেন ১৫৯* টাকা মূল্যের কেএফসি হট অ্যান্ড ক্রিসপি ফ্রাইড চিকেন।

এই অফার নিয়ে দেশের তরুণ প্রজন্মের মাঝে ব্যাপক উন্মাদনা দেখা যাচ্ছে, যার প্রমাণ মিলছে দেশব্যাপী কেএফসির আউটলেট বা বিক্রয়কেন্দ্রগুলোর বাইরে দীর্ঘ লাইনে। ভোক্তারা সামাজিক যোগাযোগমাধ্যমেও চমৎকার এই অফারটি নিয়ে তাঁদের অভিজ্ঞতা ও মতামত শেয়ার করছেন।

এ প্রসঙ্গে পেপসিকোর কান্ট্রি ম্যানেজার (বাংলাদেশ, শ্রীলঙ্কা ও নেপাল) প্রণব মেহতা বলেন, ‘কুড়কুড়ে ও কেএফসির এই অংশীদারত্ব ভোক্তাদের স্ন্যাকিং অভিজ্ঞতাকে আরও সুস্বাদু করে তুলেছে। এই অফার উপভোগ করতে কুড়কুড়ের প্যাকেট সংগ্রহে ভোক্তাদের উৎসাহ আমাদের জন্য ভীষণ অনুপ্রেরণামূলক। এই ক্যাম্পেইন যে শুধু ভোক্তাদের ভিড় বাড়াচ্ছে তা নয়, পাশাপাশি ব্র্যান্ডের ওপর তাঁদের আস্থারও প্রমাণ দিচ্ছে। তাদের স্ন্যাকিং অভিজ্ঞতাকে আরও রোমাঞ্চকর করে তুলতে আমরা আগামী এমন ক্যাম্পেইন আরও নিয়ে আসব।’

অফারটি পেতে ভোক্তাদের কাছের দোকান থেকে কুড়কুড়ে চিপসের ১০ টাকা বা ২৫ টাকার প্যাকেট কিনতে হবে। চিপসগুলো খাওয়া শেষে খালি প্যাকেটগুলো টিকিট হিসেবে ব্যবহার করতে হবে। অতঃপর দেশব্যাপী কেএফসির যেকোনো আউটলেটে গিয়ে ভোক্তারা তাঁদের পছন্দের কেএফসি চিকেন আইটেমের অর্ডার করে কাউন্টারে কুড়কুড়ে চিপসের খালি প্যাকেট জমা দিয়ে ১৫৯ টাকা মূল্যের একটি হট অ্যান্ড ক্রিসপি ফ্রাইড চিকেন পাবেন বিনা মূল্যে। একজন ভোক্তা একাধিক ক্রয়ের ভিত্তিতে সর্বোচ্চ তিনটি খালি প্যাকেট জমা দিতে পারবেন। অর্থাৎ তিনটি হট অ্যান্ড ক্রিসপি ফ্রাইড চিকেন পেতে ভোক্তাদের কমপক্ষে তিনটি কেএফসি চিকেন আইটেম কিনতে হবে।

পেপসিকো ফুডসের মার্কেটিং লিড (বাংলাদেশ, শ্রীলঙ্কা ও নেপাল) দীপেশ মাসরানি বলেন, ‘এই অফারটি স্ন্যাকিং ইনোভেশনের আনন্দকে আরও বাড়িয়ে তুলেছে, যেখানে দুটি আইকনিক ব্র্যান্ড একত্র হয়েছে। কেএফসির বাইরে ভোক্তাদের ব্যাপক ভিড় ও সামাজিক যোগাযোগমাধ্যমজুড়ে ইতিবাচক সাড়া স্ন্যাকপ্রেমীদের কাছে এই অফারের সাফল্য প্রমাণ করছে। আমরা বাংলাদেশি ভোক্তাদের জন্য স্ন্যাকিং অভিজ্ঞতাকে আরও সুস্বাদু করতে পেরে আনন্দিত।’  

রহমান তাহসিনা, একজন সাধারণ ভোক্তা এই অফারটি পেতে কেএফসি গুলশান আউটলেটের বাইরে লাইনে উপস্থিত ছিলেন। তাঁর অভিজ্ঞতা শেয়ার করে তিনি বলেন, ‘আমি কখনো ভাবিনি স্ন্যাকস নিয়ে এত চমৎকার ক্যাম্পেইন করা সম্ভব। কুড়কুড়েকে কেএফসির এই অফারটি স্ন্যাকপ্রেমীদের জন্য নিঃসন্দেহে একটি গেম চেঞ্জার। অফারটি সম্পর্কে জানার পর আমার বন্ধুদের সঙ্গে কুড়কুড়ে চিপসের স্বাদ নিয়েছি এবং এখন কেএফসি চিকেনের স্বাদ নিতে চিপসের খালি প্যাকেট হাতে লাইনে অপেক্ষা করছি। আশা করছি, আমরা ভবিষ্যতে এমন আরও অফার পাব।’

এই অফারটি কেএফসি আউটলেট থেকে ডাইন-ইন এবং টেক-অ্যাওয়ে আকারে নেওয়া যাবে, যা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে।