ট্রান্সকমের অংশীদারত্বে পুষ্টি দুধ নিয়ে এল অ্যাংকার

ট্রান্সকম লিমিটেডের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে নিউজিল্যান্ডের অ্যাংকার ব্র্যান্ড পুষ্টি দুধ নিয়ে আবার বাংলাদেশের বাজারে এসেছে। এই গুঁড়া দুধ প্রোটিন, ক্যালসিয়াম ও ভিটামিন এ, ডি-সহ ২২টি প্রয়োজনীয় ভিটামিন ও মিনারেলসমৃদ্ধ, যা শারীরিক বৃদ্ধি ও শক্তি সঞ্চারে সহায়ক।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ট্রান্সকম ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (টিডিসিএল) ডিরেক্টর অপারেশনস অ্যান্ড গ্রুপ সিইওস অফিস মো. জাহিদ হুসাইন, সহকারী মহাব্যবস্থাপক খ. এনামুল মান্নান ও করপোরেট ফাইন্যান্সের পরিচালক মো. আব্দুল্লাহ আল মামুন এবং ফন্টেরা ব্র্যান্ডস লঙ্কার (এফবিএল) শ্রীলঙ্কা ও লোকাল ইমার্জিং মার্কেটসের মহাব্যবস্থাপক ফাজলান ফাইজাল, ক্যাটাগরি ম্যানেজার থিসারি পিয়াডিগামা, হেড অব সেলস ডেভেলপমেন্ট ললিত দর্শনা, বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার রবিউল ইসলাম, বিপণন পরিচালক গায়ান জয়াবর্ধনে, সহযোগী পরিচালক আশেন রানাবাহু প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি